ISF-TMC: নওশাদের হুঁশিয়ারি, ‘আমরা কী পারি দেখতে পাবেন’; ভাঙচুর করছে বিধায়ক, পাল্টা আরাবুল
Bhangar: শুক্রবার রাতে আইএসএফ ও তৃণমূলের মধ্যে ঝামেলার সূত্রপাত। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে একপ্রস্থ ঝামেলা হয়। শনিবার সেই ঝামেলার রেশ ধরেই কার্যত রণক্ষেত্রের আকার নেয় ভাঙড়ের হাতিশালা মোড়।
আরাবুল ইসলামের কথায়, “এখানে যথেষ্ট ফোর্স ছিল না। পুলিশ দুর্বল। একটা কথা বারবার বলার চেষ্টা করি, নওশাদ সিদ্দিকি পরিকল্পনা করে কাশীপুর কেএলসি থানার ভাঙড়-২ ব্লকে ঝামেলা করছে। নওশাদ সিদ্দিকি ভাঙচুর করছে, পুলিশ দেখছে। আমরা পুলিশকে বলব এই ভূমিকা ভাঙড়ে চলবে না। কাজ করতে হবে মানুষের জন্য।”
শুক্রবার রাতে আইএসএফ ও তৃণমূলের মধ্যে ঝামেলার সূত্রপাত। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে একপ্রস্থ ঝামেলা হয়। শনিবার সেই ঝামেলার রেশ ধরেই কার্যত রণক্ষেত্রের আকার নেয় ভাঙড়ের হাতিশালা মোড়। রানি রাসমণি রোডের দিকে আইএসএফ কর্মীরা যাওয়ার সময় হাতিশালা মোড়ে গোলমাল শুরু হয়। আইএসএফের গাড়িতে ইট, লাঠি মারার অভিযোগ ওঠে। মুহূর্তে এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। এরপরই বোমাবাজি, অগ্নিসংযোগের ঘটনা ঘটে তৃণমূলের কার্যালয়ে। নাম জড়ায় আইএসএফের। যদিও ভাঙড়ে দাঁড়িয়েই নওশাদ বলেছিলেন, “আমরা এরকম কাজ করি না। করবও না।”