গায়ে খাকি উর্দি, হাওড়ায় উদ্ধার পুলিস কর্মীর ঝুলন্ত দেহ

এক পুলিস কর্মীর অস্বাভাবিক মৃত্যু কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়া জগাছা এলাকায়। খাকি উর্দি গায়েই বুধবার উদ্ধার হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ।

গায়ে খাকি উর্দি, হাওড়ায় উদ্ধার পুলিস কর্মীর ঝুলন্ত দেহ
গায়ে খাকি উর্দি, হাওড়ায় উদ্ধার পুলিস কর্মীর ঝুলন্ত দেহ
Follow Us:
| Updated on: Dec 30, 2020 | 8:24 PM

হাওড়া: এক পুলিস (Police) কর্মীর অস্বাভাবিক মৃত্যু কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়া জগাছা এলাকায়। খাকি উর্দি গায়েই বুধবার উদ্ধার হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ।

সূত্রের খবর, মৃত পুলিস কর্মীর নাম ওয়াশি আহমেদ। ৩০ বছর বয়স হয়েছিল তাঁর। তিনি বিহারের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। পুলিস সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জগাছার আড়ুপাড়ার কলকাতা পুলিশের প্রশিক্ষণ কেন্দ্রের একতলার ঘর থেকে দেহ উদ্ধার হয় তাঁর। ওই ঘরেরই সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি লাগিয়ে আত্মঘাতী হন ওয়াশি।

আরও পড়ুন: গরুপাচার কাণ্ডেও ঘনীভূত ডায়েরি রহস্য! জামিন হল না এনামুলের

বিষয়টি প্রশিক্ষণ কেন্দ্রের অন্যান্য কর্মীদের নজরে এলে তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ওয়াশিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, বিহারের বাড়িতে মা রয়েছেন ওই পুলিস কর্মীর। মানসিক অবসাদের কারণেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: আপনার প্রয়োজনেই আবার কংগ্রেসের কাছে আসতে হবে, অধীরের মন্তব্যে নয়া সমীকরণের ইঙ্গিত