TMC-BJP clash: বিজেপির বিজয় মিছিল ঘিরে উত্তেজনা তমলুকে, সংঘর্ষে আহত একাধিক
Tamluk: বিজেপি কর্মীদের সংঘর্ষে ৫ তৃণমূল কর্মী আহত হয়েছেন। গোটা ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী-সহ ভিন রাজ্যের পুলিশ।
তমলুক: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) ফল ঘোষণার পর এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কিন্তু, এখনও রাজনৈতিক হানাহানি থামেনি। রবিবার দুপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল তমলুকের (Tamluk) ধুর্পা গ্রাম। বিজয় মিছিল থেকে তৃণমূল নেতার বাড়িতে হামলা চালানো ও তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় ৫ তৃণমূল কর্মী আহতও হয়েছেন। যদিও হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলেছে বিজেপি। দু-পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ধুর্পা গ্রাম। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে তমলুক থানার শহিদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দুর্পা গ্রামে তৃণমূলের নেতা অমূল্য জানার বাড়িতে বিজেপির বিজয় মিছিল থেকে হামলা চালানো হয়। বিজয় মিছিল থেকে অমূল্য মাইতির বাড়িতে ভাঙচুর, মারধর, এমনকি খেতে বসা শিশুর ভাতের থালা ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও তৃণমূল কর্মীরা বিজয় মিছিলে হামলা চালিয়েছেন বলে পাল্টা অভিযোগ করেছেন বিজেপি নেতা তথা জেলা পরিষদের বিজেপির জয়ী প্রার্থী বামদেব গুছাইত। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে তমলুক পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবারে পঞ্চায়েত ভোটে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী হয়েছিলেন অমূল্য জানা। তাঁর বিপরীতে প্রার্থী হয়েছিলেন বিজেপির তাপস ঘোড়াই। শেষ পর্যন্ত জয়ী হন তাপস ঘোড়াই। তার প্রেক্ষিতেই এদিন গ্রামে বিজয় মিছিল বের করে বিজেপি। সেই মিছিল থেকেই তৃণমূল নেতা অমূল্য জানার বাড়িতে হামলা চালানো হয় এবং তৃণমূল নেতা অমূল্য জানাকে ব্যাপক মারধর করে রক্তাক্ত করে দেওয়া হয় বলে অভিযোগ।
অন্যদিকে, বিজেপি নেতা তথা জেলা পরিষদের বিজেপির জয়ী প্রার্থী বামদেব গুছাইতের অভিযোগ, বিজেপির জয়ী প্রার্থী ভোটে জয়ী হয়ে গ্রামে শীতলা দেবীর কাছে মানত করেছিলেন, ভোটে জয়ী হলে পুজো দেবেন। সেজন্য এদিন পরিবারের লোকজন ও গ্রামবাসীদের নিয়ে পুজো দিতে গিয়েছিলেন। বাড়ি ফেরার সময় তাঁদের উপরে আক্রমণ চালানো হয়। তৃণমূল কর্মীরা বিজেপি নেতা-কর্মীদের কটূক্তি করেন এবং নিজেরাই নিজেদের ঘর ভাঙচুর চালিয়ে বিজেপির উপর দোষ চাপাচ্ছেন বলেও অভিযোগ বামদেব গুছাইতের।
দু-পক্ষের সংঘর্ষে ৫ তৃণমূল কর্মী আহত হয়েছেন। গোটা ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী-সহ ভিন রাজ্যের পুলিশ। এখনও এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। যদিও কেউ গ্রেফতার বা আটক হয়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।