TMC: অভিষেক সভা ছাড়তেই প্রার্থী নির্বাচনের ভোটদান ঘিরে উত্তেজনা, এবার গঙ্গারামপুরে

পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় খোদ জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার এবং জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকারকে। পরে ঘটনাস্থলে যায় পুলিশ।

TMC: অভিষেক সভা ছাড়তেই প্রার্থী নির্বাচনের ভোটদান ঘিরে উত্তেজনা, এবার গঙ্গারামপুরে
গঙ্গারামপুরে উত্তেজনা।
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2023 | 5:10 PM

গঙ্গারামপুর: ফের ব্যালট নিয়ে গণ্ডগোল। এবার গঙ্গারামপুরে (Gangarampur) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অধিবেশন প্রাঙ্গণে ব্যালটে ভোটদান নিয়ে ফের উত্তেজনা ছড়াল। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় খোদ জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার এবং জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকারকে। পরে ঘটনাস্থলে যায় পুলিশ। যদিও ঠিক কী কারণে উত্তেজনা, তা নিয়ে কেউ কিছু বলতে চাননি। তবে এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে। তবে অনেকের কাছে ব্যালট থাকলেও তাদের নাম ডাকা হয়নি বলেই অভিযোগ। তার জেরেই গণ্ডগোল ছড়ায়।

জানা গিয়েছে, এদিন রাতে গঙ্গারামপুর স্টেডিয়ামে নব জোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিবাস অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান থেকে অভিষেক বেরিয়ে যেতে জেলার ৬৪টি গ্রাম পঞ্চায়েতের ত্রিস্তরীয় প্রার্থী নির্বাচনের ব্যালটে ভোটদান প্রক্রিয়া শুরু হয়৷ প্রতিটি পঞ্চায়েত থেকে ভোটদানে ৩০-৩৫ জন অংশগ্রহণ করছেন। তাঁরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনে ভোট দেবেন। সেই ভোট চলাকালীনই শুরু হয় ব্যাপক উত্তেজনা। গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীর গ্রাম পঞ্চায়েতের টেন্টে ভোট দান নিয়ে ঝামেলা শুরু হয়। এমনকি বেশ কয়েকজন দলীয়কর্মী উচ্চস্বরে কথা বলতে থাকেন। অবস্থা বেগতিক দেখে ময়দানে নামেন তৃণমূলের জেলা সভাপতি ও যুব তৃণমূলের জেলা সভাপতি। পরে জেলা তৃণমূলের নেতৃত্বের উপস্থিতি স্বাভাবিক হয় পরিস্থিতি।

যদিও এই গণ্ডগোল নিয়ে কেউ কোনও মন্তব্য করতে চাননি। অনেকের কাছে ব্যালট থাকলেও তাঁদের নাম ডাকা হয়নি বলেই অভিযোগ। যার ফলে যাঁদের নাম ডাকা হয়নি তারা প্রতিবাদ করেন। কেন ভোট দিতে পারবেন না জিজ্ঞাসা করেন। যদিও পরে জেলা তৃণমূলের নেতৃত্ব ও পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি৷ তারপর স্বাভাবিকভাবে ভোট গ্রহণ শুরু হয়৷