বাবা মন্ত্রী, ‘ভাইপো’ কোটি টাকার মালিক’! এবার শিশিরকেও একহাত কল্যাণের

'ভাইপোর নাম বলার সাহস কারোর হল না কেন? নাম নিয়ে অভিযোগ না করার জন্য অমিত শাহকে কাপুরুষ বলেও খোঁচা দিতে ছাড়েননি কল্যাণ।' তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, 'অমিতজী, আপনার ছেলেও তো আমার ভাইপোই হয় তাই না!'

বাবা মন্ত্রী, 'ভাইপো' কোটি টাকার মালিক'! এবার শিশিরকেও একহাত কল্যাণের
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 20, 2020 | 5:27 PM

চুঁচুড়া: বিজেপিতে যোগ দিয়েই ‘তোলাবাজ ভাইপো হঠানোর’ ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারপর থেকেই পূর্ব মেদিনীপুরের এই নেতার বিরুদ্ধে তৃণমূল (TMC) নেতৃত্বের ক্ষোভ দেখার মতো। এদিন শুভেন্দুর সেই ‘ভাইপো’ খোঁচাকে হাতিয়ার করেই পাল্টা তাঁকে বিঁধলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। একই সঙ্গে তুলোধনা করলেন দলীয় শিশির অধিকারীকেও (Sisir Adhikari)।

রবিবার চুঁচুড়ায় হুগলি জেলায় বঙ্গজননী বাহিনীর প্রথম সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন কল্যাণ। বলেন, ‘ভাইপো হলে তো অনেক ভাইপোর কথা বলতে হয়। গত কয়েক বছর ধরে লক্ষ্মণ শেঠের পর হলদিয়া ডকে যিনি মাস্টারি করে গিয়েছেন। ৫০০ টাকা না দিলে এখনও পর্যন্ত একটা ট্রাকও বেরোতে পারে না। সে সব তো ভাইপোরই খেলা ওখানে। তুমিও তো ওখানকার ভাইপো।’

তাঁর আবারও প্রশ্ন, ‘ভাইপোর নাম বলার সাহস কারোর হল না কেন? নাম নিয়ে অভিযোগ না করার জন্য অমিত শাহকে কাপুরুষ বলেও খোঁচা দিতে ছাড়েননি কল্যাণ।’ তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘অমিতজী, আপনার ছেলেও তো আমার ভাইপোই হয় তাই না!’ দলের সাংসদ তথা শুভেন্দুর বাবা শিশির অধিকারীকেও ছেড়ে কথা বলেননি কল্যাণ। ‘শিশিরদার ছেলেও তো আমার ভাইপোই হয়। ছেলে ২০১৪ সালে ছিল ৬০ লক্ষ টাকার অধিকারী। আজ প্রায় ৪০-৫০ কোটি টাকার অধিকারী হয়ে গেছে। এত মাল কোথা থেকে এল! বাবা হয়েছে মন্ত্রী, ভাইপো হয়েছে কোটি টাকার মালিক।’ কটাক্ষের সুরে বলেন তৃণমূল।

আরও পড়ুন: ‘পিছন থেকে ছুরি মারা লোক শুভেন্দু’, বলল তৃণমূল

বিজেপির বাকি নেতৃত্বকে তুলোধনা করলেও এদিন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও মন্তব্য করতে শোনা যায়নি তাঁকে। উল্টে রীতিমতো চমকে দিয়ে তিনি বলেন, মোদীজীকে আমি ব্যক্তিগতভাবে অসৎ মনে করি না। কিন্তু মোদীজী পাশে কাদের নিয়ে ঘুরছেন! সবগুলো হচ্ছে চোর, গুণ্ডা, ডাকাত। তাদের নিয়ে আপনি ঘুরছেন।

আরও পড়ুন: দেশের মানুষকে বহিরাগত বলা সংবিধান বিরোধী, ‘ভদ্রভাবে’ সতর্ক করলেন রাজ্যপাল