TMC: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, অভিযোগ শাসকদলের কর্মীর দিকেই

Udayan Guha: এদিন সন্ধ্যায় লিপ্টন হক হাজির বাজারে বাজার করতে এসেছিলেন। ঠিক সেই সময়ে একদল দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় এবং সরাসরি মাথা লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।

TMC: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, অভিযোগ শাসকদলের কর্মীর দিকেই
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2023 | 1:52 AM

দিনহাটা: পঞ্চায়েত ভোট (Panchayat Vote) আবহে শাসকদলের অন্দরেই উত্তেজনা ছড়াল। ফের দিনহাটায় চলল গুলি। গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল কর্মী। তৃণমূলেরই এক কর্মী গুলি চালিয়েছেন বলে অভিযোগ। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে দাবি রাজ্যের মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহর (Udayan Guha)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম লিপ্টন হক। দিনহাটার বাসিন্দা লিপ্টন এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। এদিন সন্ধ্যায় দিনহাটার ওকরাবাড়ি এলাকার হাজির বাজারে তাঁকে লক্ষ্য করে কয়েকজন গুলি চালায় বলে অভিযোগ। লিপ্টন হকের মাথায় গুলি লাগে। তিনি রাস্তায় লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। তারপর স্থানীয় বাসিন্দারাই লিপ্টনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কোচবিহার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সন্ধ্যায় লিপ্টন হক হাজির বাজারে বাজার করতে এসেছিলেন। ঠিক সেই সময়ে একদল দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় এবং সরাসরি মাথা লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। হামলাকারীরাও তৃণমূল দলেরই কর্মী বলে স্থানীয়দের অভিযোগ। পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই শাসকদলের অন্দরের কোন্দল প্রকট হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।

যদিও দলীয় কোন্দলের অভিযোগ অস্বীকার করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। লিপ্টন হকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা স্বীকার করে নিয়ে তিনি বলেন, “একটি আসনে দুজনেই দাবিদার। দুজনেই প্রার্থী হবে বলে দাবি জানিয়েছিল। তার থেকে গন্ডগোলে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। এখনও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।” একইসঙ্গে এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়ে উদয়ন গুহ বলেন, “ঠিক কী ঘটনা ঘটেছে পুলিশ বলতে পারবে। পুলিশ তদন্ত করুক। যে কোনও অশান্তি কড়া হাতে দমন করুক। শান্তিপূর্ণভাবে ভোট হোক।”