গভীর রাতে বিজেপি নেতার বাড়ির সামনে গুলি, আতঙ্কে এলাকাবাসী
এদিন উত্তর শহরতলির বিজেপি জেলা ভাইস প্রেসিডেন্ট রাজীব মিশ্রকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। অল্পের জন্য রেহাই পান বিজেপি নেতা। ঘটনাটি ঘটে বরাহনগরের কেদারনাথ ভট্টাচার্য লেনে।
উত্তর ২৪ পরগনা: আবারও বিজেপি (BJP) নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। অভিযোগ, এদিন উত্তর শহরতলির বিজেপি জেলা ভাইস প্রেসিডেন্ট রাজীব মিশ্রকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতিরা। অল্পের জন্য রেহাই পান বিজেপি নেতা। ঘটনাটি ঘটে বরাহনগরের কেদারনাথ ভট্টাচার্য লেনে।
সূত্রের খবর, বুধবার রাতে দুষ্কৃতীরা বাড়ি থেকে রাজীববাবুকে ডাকাডাকি করে। গভীর রাত হওয়ায় রাজীববাবু ইচ্ছে করেই সেই ডাকে সাড়া দেননি। এরপর দুষ্কৃতীরা পর পর দুই রাউন্ড গুলি চালায় সেখানে দাঁড়িয়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বরাহনগর থানার পুলিস।
আরও পড়ুন: করোনায় মৃত্যু আরও এক চিকিৎসকের, উদ্বিগ্ন স্বাস্থ্যমহল
যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার হয়নি। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই গুলি চালিয়েছে। তবে বিজেপির এই অভিযোগ মানতে নারাজ শাসকদল। তাঁদের দাবি, এই কাজে তৃণমূলের কেউ জড়িত নেই। বিজেপির গোষ্ঠিদ্বন্দ্বের জেরেই গুলি চলে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে বরানগর কেদারনাথ ভট্টাচার্য লেন এলাকায়।
আরও পড়ুন: ‘ধর্মের চেয়ে বড় জীবনের অধিকার’, গঙ্গাসাগর মেলায় ‘ফুল স্টপ’ দিতে পারে হাইকোর্ট