North Dinajpur: দশ বছরের শ্যালিকার ওপর নজর ছিল, নেশা করিয়েই ছাদে ডাকল জামাইবাবু
North Dinajpur: যদিও ঘটনার পর মেয়েটি বাড়িতে কিছু জানায়নি। এরইমধ্যে শুরু হয় পেটে ব্যথা। তখনই মায়ের কাছে সবটা খুলে বলে নির্যাতিতা। বুধবার সকালে খবর চাউড় হতেই এলাকার বাসিন্দারা ওই নির্যাতিতা ও তার পরিবারের সাথে রায়গঞ্জ মহিলা থানায় হাজির হন।
রায়গঞ্জ: ১০ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে। নেশার দ্রব্য খাইয়ে সকলের নজর এড়িয়ে ছাদে নিয়ে গিয়ে লাগাতার নির্যাতন চলে বলে অভিযোগ। যদিও শুরুতে বাড়ির কাউকে ঘটনার কথা খুলে বলেনি ওই নাবালিকা। শেষে শরীর খারাপ হলে মায়ের কাছে সবটা খুলে বলে। নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছে। ঘটনায় ব্যাপাক শোরগোল শুরু হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। এখানেই বাড়ি নির্যাতিতার। তাঁদের বাড়ির পাশেই বাড়ি তার জামাইবাবুরও।
নির্যাতিতার মায়ের অভিযোগ, এই প্রথম নয়, আগেও একাধিকবার তাঁর মেয়েকে শারীরিকভাবে নিগ্রহ করেছে ওই ব্যক্তি। কিন্তু, তাই বলে যে এত বড় ক্ষতি করে দেবে তা ভাবতে পারছেন না তাঁরা। তিনি জানাচ্ছেন দিন পাঁচেক আগে নেশার দ্রব্য খাইয়ে ১০ বছরের ওই নাবালিকাকে ছাদে ডেকে নিয়ে যায় ওই ব্যক্তি। নেশাগ্রস্ত হয়ে পড়লে ছাদেই লাগাতার ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
যদিও ঘটনার পর মেয়েটি বাড়িতে কিছু জানায়নি। এরইমধ্যে শুরু হয় পেটে ব্যথা। তখনই মায়ের কাছে সবটা খুলে বলে নির্যাতিতা। বুধবার সকালে খবর চাউড় হতেই এলাকার বাসিন্দারা ওই নির্যাতিতা ও তার পরিবারের সাথে রায়গঞ্জ মহিলা থানায় হাজির হন। নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছেও। অভিযোগ পেতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। এদিন তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে তোলা হয়। দোষীর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।
ঘটনায় এলাকার এক বাসিন্দা বলেন, “এটা ৫-৭ দিন আগের ঘটনা। বাচ্চাটা ভয়ে কিছু বলেনি প্রথমে। কিন্তু, এখন জানা গিয়েছে। শরীর খারাপ হতেই বাড়ির সকলকে জানায় ঘটনা। তারপরই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। নির্যাতিতা যাতে সঠিক বিচার পায় আমরা সেই দাবি জানাচ্ছি। ওর সঙ্গে আমরা সকলে আছি। আর যাতে এই ঘটনা না ঘটে তা আমরা সকলেই চাই। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে ওদের বাড়ির পাশেই থাকে। বয়স ৪৮ বছরের কাছাকাছি। সম্পর্কে ও আবার মেয়েটার জামাইবাবু হয়।”