‘জীবনমরণের সীমানা ছাড়ায়ে…’ পিপিই কিট পরে রবীন্দ্র জয়ন্তী পালন কোভিড হাসপাতালে

রবিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ১৬০তম জন্মদিন পালন হল রাজ্যজুড়ে। করোনা (Corona) আবহে কোথাও এবার তেমন সমারোহ দেখা যায়নি। তবে রবীন্দ্রজয়ন্তী পালনে খামতি রাখল না কোভিড হাসপাতালও (Covid Hospital)।

'জীবনমরণের সীমানা ছাড়ায়ে...' পিপিই কিট পরে রবীন্দ্র জয়ন্তী পালন কোভিড হাসপাতালে
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 09, 2021 | 9:42 PM

রায়গঞ্জ: রবিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ১৬০তম জন্মদিন পালন হল রাজ্যজুড়ে। করোনা (Corona) আবহে কোথাও এবার তেমন সমারোহ দেখা যায়নি। তবে রবীন্দ্রজয়ন্তী পালনে খামতি রাখল না কোভিড হাসপাতালও (Covid Hospital)। কবিগুরুর জন্মবার্ষিকী পালনে গান, আবৃত্তিতে রীতিমতো জমিয়ে দিলেন রায়গঞ্জের এক বেসরকারি কোভিড হাসপাতালের রোগী ও স্বাস্থ্যকর্মীরা।

রায়গঞ্জ শহর থেকে একটু দূরে মিক্কি মেঘা নার্সিংহোম সরকারি নির্দেশিকায় কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে। সেখানে প্রতিদিন ভর্তি হচ্ছেন করোনা আক্রান্তরা। সুস্থ হয়েও ফিরছেন তাঁরা। কিন্তু গত বছরের মত এবারেও করোনার বাড়বাড়ন্তে কবিগুরুর জন্মদিবস পালন অনেকটাই ফিকে। তবুও বাঙালির প্রাণের আবেগ যে আজও রবীন্দ্রনাথের সঙ্গে জড়িত তা যেন আবারও প্রমান হল এই হাসপাতালের রবি-বরণকে কেন্দ্র করে। এদিন সন্ধ্যায় পিপিই কিট পড়ে হাসপাতালেই রবি ঠাকুরের ১৬০তম জন্মদিন পালন করলেন করোনা সংক্রমিত রোগী থেকে হাসপাতালের কর্মীরা। আবৃত্তি, সঙ্গীত পরিবেশন করলেন করোনা রোগীরাই।

করোনা রোগীদের মানসিক ভাবে চাঙ্গা রাখতেই এই অনুষ্ঠান উদযাপন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বিশ্বভারতীতে গেরুয়াকরণের চেষ্টা চলছে, উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

হাসপাতালের নার্সিং ইনচার্য বাপি বিশ্বাসের কথায়, “যতই আমরা পরিষেবা দিই তাও রোগীরা একাকিত্ব বোধ করেন। আর অন্যান্যবার স্কুল-কলেজ,অফিসের মতো আমাদের হাসপাতালেও কবিগুরুর জন্মবার্ষিকী পালন হয়েছে। তবে এবার মহামারি আবহ। রোগী ও স্বাস্থ্যকর্মীরা যে কেউ একা নন, সেই বিষয়ে নজর দিয়ে সবাই মিলে নাচ-গানে-আবৃত্তিতে এই মহৎ দিন পালিত হল।”