Fake Doctor: পা ধরে ক্ষমা চাইছেন, হাত জোড় করছেন! ৪০০ টাকা ভিজিটের কলকাতার ‘গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট’-এর ভিডিয়ো ভাইরাল!
Fake Doctor: এদিকে এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ওই ডায়াগনস্টিক সেন্টারে আসেননি ওই চিকিৎসক। আর এনিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। খবর চাউর হতেই ওই ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ চিকিৎসক গোলাম মোস্তাফার নাম মুছে ফেলে।
উত্তর দিনাজপুর: ৪০০ টাকা ভিজিটের ডাক্তারবাবু! কিন্তু তিনিই কিনা হাতে জড়ো করে ক্ষণা চাইছেন, পায়েও পড়ছেন! কিন্তু কেন? কলকাতা থেকে আসা গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট-এর ভাইরাল ভিডিয়োয় চাঞ্চল্য রায়গঞ্জে। ভিডিয়ো ভাইরাল হতেই আচমকা উধাও ‘ডাক্তারবাবু’, আর তাঁর দেখা মিলছে না চেম্বারে। আর এতেই শোরগোল পড়ে গিয়েছে শহরে। ক্ষোভ প্রকাশ চিকিৎসক ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের। রায়গঞ্জের উকিলপাড়ায় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন গোলাম মোস্তাফা নামে গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট। শুধু সেখানেই নয়, শহরের আরও বেশ কয়েকটি ক্লিনিকে তিনি চেম্বার করতেন বলে জানা গিয়েছে। তাও আবার তাঁর ভিজিট ৪০০ টাকা ছিল বলে জানা গেছে। এদিকে আচমকাই ওই ডাক্তারবাবুর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে কয়েকজন ঘিরে প্রশ্ন করছেন, তাঁকে ভুয়ো চিকিৎসক বলে দাবি করছেন, আর “ভুল হয়ে গেছে..” বলে তিনি সে বিষয়ে স্বীকার করে নিচ্ছেন। কার্যত হাতে পায়ে ধরে ক্ষমা চাইতেও দেখা যাচ্ছে মুখে মাস্ক পরা ওই ডাক্তারকে। যদিও এই ভিডিয়োর কোনও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।
এদিকে এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ওই ডায়াগনস্টিক সেন্টারে আসেননি ওই চিকিৎসক। আর এনিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। খবর চাউর হতেই ওই ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ চিকিৎসক গোলাম মোস্তাফার নাম মুছে ফেলে। ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষ এনিয়ে আইনানুগ পদক্ষেপ করছে বলে জানিয়েছে। সেইসঙ্গে ওই ডাক্তারবাবুর চিকিৎসায় অনেক রোগী সুস্থও হলেও, যে কোনও সময় কোনও রোগীর ক্ষেত্রে বিপদের আশঙ্কাও ছিল বলে জানিয়েছেন তাঁরা। আগামীতে অন্য চিকিৎসকদের ক্লিনিকে রোগী দেখার চেম্বারে বসানোর ক্ষেত্রে তাঁদের রেজিস্ট্রেশন নম্বর ও সচিত্র পরিচয়পত্র নেওয়া হবে বলে জানিয়েছেন ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিকপক্ষ।
অপরদিকে এই ঘটনার তীব্র নিন্দা করে স্বাস্থ্য দফতরকে এই বিষয়ে উপযুক্ত ও কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে বলে জানানো হয়েছে শহরের চিকিৎসক মহল ও আইএমএ-র তরফে। আইএমএ-র সদস্য চিকিৎসক দীপ সরকার বলেছেন, “এই ধরনের ঘটনা হওয়া উচিত নয়। প্রশাসনকে আরও সতর্ক হতে হবে। যে কেউ এসে চেম্বারে বসে যাচ্ছেন, তাঁর আদৌ ডিগ্রি আছে কিনা। গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট অনেক বড় ডিগ্রি, তিনি তাঁর অসম্মান করেছেন। আমরা সিএমওএইচ-কে বিষয়টা জানাব। ” অভিযুক্ত চিকিৎসকেরও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাস্থ্য দফতর বিষয়টি খোঁজ খবর করছে বলে জানা গিয়েছে।