BSF: একের পর এক গুলি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, গরুপাচার আটকাতে গিয়ে আহত BSF জওয়ান
BSF: ঘটনাস্থল উত্তর দিনাজপুর জেলার কিষানগঞ্জ সেক্টরের তিনগাওঁ বিওপি এলাকা। সেখানে গরু ও ফেনসিডিল পাচার আটকানোর সময় বাংলাদেশি পাচারকারীদের পরপর গুলি বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে।
কিষাণগঞ্জ: সীমান্তে টহল চলছিল বিএসএফ জওয়ানদের। সেই সময় পাঁচ থেকে ছ’জন বাংলাদেশি উপযুক্ত নথি ছাড়াই এদেশে ঢোকার চেষ্টা করছিল পাচারের উদ্দেশে। তবে বিষয়টি নজর এড়ায়নি বর্ডার সিকিউরিটি ফোর্সের। ওই বাংলাদেশিদের আটকাতে গেলে গুলি চালায় তারা। যার জেরে গুলিবিদ্ধা হন এক বিএসএফ জওয়ান। তুমুল অশান্ত সীমান্তবর্তী এলাকা।
ঘটনাস্থল উত্তর দিনাজপুর জেলার কিষানগঞ্জ সেক্টরের তিনগাওঁ বিওপি এলাকা। সেখানে গরু ও ফেনসিডিল পাচার আটকানোর সময় বাংলাদেশি পাচারকারীদের পরপর গুলি বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে। এক জওয়ান গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের আটকাতে পাল্টা গুলি চালান বিএসএফ জওয়ানরাও।
বিএসএফ সূত্রে খবর, আহত জওয়ানের নাম মুকেশ চাঁদ শর্মা। তিনি ১৫২ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত। এদিন ৫ থেকে ৬ জন বাংলাদেশি পাচারকারী গরু এবং ফেনসিডিল নেওয়ার জন্য সীমান্ত পেরিয়ে এপারে ঢুকছিল। সেই সময় বিএসএফে জওয়ানরা তাঁদের দাঁড়াতে বলেন। এ দিকে, জওয়ানদের আসতে দেখেই গুলি ছুড়তে শুরু করেন তাঁরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। এরপরই গুলিবিদ্ধ হন এক মুকেশ। জওয়ানদের তৎপরতায় একজন বাংলাদেশী পাচারকারী ধরা পড়ে যায়। বাকিরা পালিয়ে যায়।
বিএসএফ জানিয়েছে ধৃতের নাম মহম্মদ সুমন। বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও হরিপুর এলাকায়। ধৃতের কাছ থেকে ৩২৬টি ফেনসিডিলের বোতল, একটি পিস্তল, বাংলাদেশের ৫০ টাকা, ভারতের ২০০ টাকা, দুটি সিম উদ্ধার হয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ জওয়ানের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গুলি বের করা গেলেও অত্যাধিক পরিমাণে রক্তক্ষরণ হয়েছে।