Home Tutor Rape case: ফিরতে দেরি হচ্ছিল, গৃহশিক্ষকের সঙ্গে মেয়েকে এমন অবস্থায় দেখবেন, ভাবেননি বাবা
Home Tutor Rape case: পরিবারের দাবি, এটা প্রথম নয়। আগেও একাধিকবার এমন কাজ করেছেন ওই গৃহশিক্ষক। এবার হাতেনাতে ধরা পড়লেন তিনি।
কালিয়াগঞ্জ: প্রতিবেশী গৃহশিক্ষকের বিরুদ্ধে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। খবর ছড়িয়ে পড়তেই শিক্ষককে ধরে মারধর করল উত্তেজিত জনতা। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেঠকলোনীর ফুলতলা এলাকার ঘটনা। ঘরের ভিতর থেকেই হাতেনাতে ওই গৃহশিক্ষককে ধরে ফেলে এলাকার মানুষ। বেধড়ক মারধর চলে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, এলাকার গৃহ শিক্ষক রঘুনাথ রায়ের বাড়িতেই পড়তে আসত অনেক পড়ুয়া। তার কাছে পঞ্চম শ্রেণির পড়ুয়া এক প্রতিবেশী নাবালিকাও পড়তে আসত। শুক্রবার মেয়ের বাড়ি ফিরতে দেরি হওয়ায় উদ্বিগ্ন হয়েট পড়েন ওই পড়ুয়ার বাবা। মেয়েকে ডাকতে গৃহ শিক্ষকের বাড়িতে চলে যান তিনি। নাবালিকার পরিবারের অভিযোগ, সেখানে গিয়ে নাবালিকার বাবা দেখেন বিবস্ত্র অবস্থায় ঘরে রয়েছেন শিক্ষক। পরিবারের অভিযোগ, এটাই প্রথম দিন নয়। এমন ঘটনা বিগত কয়েক দিন ধরেই চলছিল। কাউকে জানালে হুমকি দিতেন বলেও অভিযোগ পরিবারের। ভয়ে ওই নাবালিকা কাউকে কিছু জানায়নি বলেই দাবি পরিবারের।
এ দিকে বিষয়টি জানাজানি হতে এলাকায় উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা বেধড়ক মারধর শুরু করে। কোনও ক্রমে পালিয়ে এলাকার একটি বাড়িতে গা ঢাকা দেন অভিযুক্ত। ঘটনার খবর পেয়ে ছুটে যায় কালিয়াগঞ্জ থানার পুলিশ। স্থানীয় মানুষদের সহযোগিতায় এক বাড়ির ভিতর থেকে আটর করা হয় অভিযুক্ত রঘুনাথ রায়কে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে।
নাবালিকার বাবা জানিয়েছেন, রথের মেলায় মেয়েকে নিয়ে যাবেন বলেই গৃহশিক্ষকের বাড়িতে আনতে গিয়েছিলেন। আর সেখানে গিয়েই ওই শিক্ষককে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। এমন দৃশ্য যে দেখতে হবে, তা তিনি ভাবেননি। পরে মেয়েকে নিয়ে ফেরার পর জানতে পারেন, বেশ কিছু দিন ধরে তাঁর মেয়ের ওপর অত্যাচার করা হচ্ছিল। বাড়িতে জানালে প্রানে মেরে ফেলবে বলে হুমকিও দেওয়া হত বলে দাবি তাঁর।
অপরদিকে অভিযুক্তের বাবা রতন রায় জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তাঁর বক্তব্য, যদি তাঁর ছেলের কোনও অপরাধ থাকে, তাহলে আইনে যা শাস্তি আছে, সেটাই দেওয়া হোক।