Firearms recovered : পঞ্চায়েতের আগে উত্তর দিনাজপুরে উদ্ধার অত্যাধুনিক রিভলভার, তাজা কার্তুজ-সহ প্রচুর আগ্নেয়াস্ত্র
Firearms recovered : বিগত কয়েক মাসে নানা ঘটনায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার অধীনে গোয়ালপোখর, ইসলামপুর এবং চোপড়া উত্তপ্ত হয়ে উঠেছে।
ইসলামপুর : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে বড়সড় সাফল্য পেল উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার ইসলামপুর পুলিশ জেলা। গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালপোখর থানার ফকিরধারা গ্রামে একটি নির্মিয়মাণ বাড়ির মাটি খুড়ে পাঁচটি অত্যাধুনিক রিভলভার, পাঁচটি ম্যাগজিন, নয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করল পুলিশ (Firearms recovered)। সবই বেআইনি বলে জানতে পারা যাচ্ছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে রয়েছে একটি নাইন এমএম পিস্তল, তিনটি সেভেন এমএম পিস্তল এবং একটি ওয়ান সাটার। তবে কারা এই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রগুলি এখানে লুকিয়ে রেখেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ (Police)। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেউ গ্রেফতার করা সম্ভব হয়নি। জোরকদমে চলছে তদন্ত।
এদিকে বিগত কয়েক মাসে নানা ঘটনায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার অধীনে গোয়ালপোখর, ইসলামপুর এবং চোপড়া উত্তপ্ত হয়ে উঠেছে। মাটিকুন্ডা-১ গ্রামে এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর পর থেকে এলাকায় চাপানউতর আরও বেড়েছে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার জানিয়েছেন, “গোয়ালপোখরের খুনের ঘটনায় পুলিশ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পেরেছে। এছাড়াও ইসলামপুর, চাকুলিয়া থানার পুলিশ একটি করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এরইমধ্যে এই বিপুল অস্ত্র উদ্ধার হল। জেলার পুলিশ সক্রিয় থাকার কারণেই এই বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার সম্ভব হচ্ছে। পুলিশের এই তৎপরতা জারি থাকবে।” কোথাও কোনও বেআইনি আগ্নেয়াস্ত্রের সন্ধান পেলে সাধারণ মানুষকে এগিয়ে এসে গোপনে পুলিশকে জানানোর জন্য আবেদন করেছেন তিনি।
প্রসঙ্গত, সামনেই পঞ্চায়েত ভোট। যে কোনও সময় নির্ঘণ্ট প্রকাশ করে দিতে নির্বাচন কমিশন। এখন থেকেই ভোট প্রচারে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে শাসক-বিরোধী সব দলই। তবে এরমধ্যে রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার গোষ্ঠীকোন্দলের অভিযোগ সামনে আসায় তা নিয়ে অস্বস্তি বেড়েছে শাসকদলের। অন্যদিকে বীরভূম হোক বা দক্ষিণ ২৪ পরগনা, একাধিক জেলা থেকে প্রায়শই উদ্ধার হচ্ছে তাজা বোমা। নামও জড়াচ্ছে তৃণমূল নেতাদের। এই প্রেক্ষাপটে এবার উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বাড়ছে চাপানউতর।