North Dinajpur Nairobi Fly: থানায় এবার নাইরোবি পোকার ‘হামলা’! ঝলসে গিয়েছে পুলিশ কর্মীর শরীর
North Dinajpur Nairobi Fly: ওই পুলিশ কর্মী ফাঁড়িতেই সেই পোকার আক্রমণের শিকার হন। রীতিমতো ঘা হয়ে গেছে তাঁর শরীরে।
উত্তর দিনাজপুর: নাইরোবি ফ্লাই অর্থাৎ অ্যাসিড পোকার আক্রমণের শিকার এবার পুলিশ। উত্তর দিনাজপুরের ইসলামপুরের রামগঞ্জ পুলিশ ফাঁড়িতে এই পোকার আক্রমনে অসুস্থ এক পুলিশ কর্মী। কীটনাশক ছড়িয়ে পোকা তাড়ানোর চেষ্টা করছেন এলাকাবাসীরা।
ওই পুলিশ কর্মী ফাঁড়িতেই সেই পোকার আক্রমণের শিকার হয়েছেন বলে দাবি। রীতিমতো হাতের তলা রীতিমতো ঝলসে গিয়েছে। রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসা চলছে তাঁর। এদিকে ফাঁড়িতে এই ঘটনা সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ ফাঁড়ি এমনকি ব্লক হাসপাতালের আশেপাশে জঙ্গল ঝোপঝাড় থাকায় সেগুলিই এই পোকার আশ্রয়স্থল বলে মনে করছেন অনেকে।
আরও কয়েকজন এই পোকার আক্রমণের শিকার হয়েছেন বলে দাবি। স্থানীয় রামগঞ্জ ফাঁড়ি ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় কীটনাশক স্প্রে করছেন সমাজসেবী ও স্থানীয় বাসিন্দারা। দ্রুত এই পোকার উৎপাত থেকে মুক্তি পেতে মড়িয়া রামগঞ্জবাসী।
‘নাইরোবি ফ্লাই’এর আতঙ্কে রীতিমতো কাঁপছে উত্তরবঙ্গের মানুষ। আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা এক নম্বর প্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা পোকা ছড়িয়েছে। ইতিমধ্যেই দুই কিশোর-সহ মোট আট জন ওই অ্যাসিড পোকার আক্রমণের শিকার হয়েছেন। আক্রান্ত হয়েছেন খোদ আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাসের পুত্রও। প্রত্যেকেরই শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ নাইরোবি ফ্লাইয়ের সংস্পর্শে আসায় ঝলসে গিয়েছে।
প্রত্যেক আক্রান্তই তীব্র জ্বলুনিতে ভুগছেন, সঙ্গে জ্বরেরও উপসর্গ রয়েছে। ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর।পতঙ্গ বিশেষজ্ঞরা দাবি করেছেন, অতি বৃষ্টির কারণেই ওই পোকাদের বাড়বাড়ন্ত এতটা বৃদ্ধি পেয়েছে।