Raiganj Physical Harassment: লুকিয়ে ওষুধ খেতে গিয়েই ধরা পড়ে বাড়িতে, পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
Raiganj Physical Harassment: ওই নাবালিকার পরিবারের অভিযোগ, তাঁদের বাড়ির পাশেই একটি বেসরকারি সংস্থার নির্মাণ চলছে। সেখানকারই এক শ্রমিক ওই নাবালিকা ছাত্রীকে সোমবার চকলেট আর বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। নির্মীয়মান ভবনেই নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ
রায়গঞ্জ: পঞ্চম শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। স্থানীয় এক নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।
ওই নাবালিকার পরিবারের অভিযোগ, তাঁদের বাড়ির পাশেই একটি বেসরকারি সংস্থার নির্মাণ চলছে। সেখানকারই এক শ্রমিক ওই নাবালিকা ছাত্রীকে সোমবার চকলেট আর বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। নির্মীয়মান ভবনেই নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
পরিবারের সদস্যরা জানাচ্ছেন, নাবালিকা গত কয়েকদিন ধরে চুপচাপ ছিল। প্রথমে বাড়ির লোককে সেভাবে কিছু বলতে পারেনি। বৃহস্পতিবার থেকে ওই নাবালিকা শারিরীক ভাবে অসুস্থ হয়ে পড়ে। নিজেই সে ওষুধ খেতে যায়। তখনই বাড়ির লোকের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে গোটা বিষয়টি খুলে বলে সে।
অভিযোগ, ধর্ষণের পর কাউকে বিষয়টি জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল অভিযুক্ত। মূলত ভয়ে ওই নাবালিকা কাউকে কিছু জানাতে পারেনি বলে পরিজনদের দাবি। এরপরেই ওই ছাত্রীর পরিবার বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থানার দারস্থ হয়। এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে ওই ছাত্রীর পরিবার। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নেমে অনেক রাতে পুলিশ অভিযুক্তকে আটক করে রায়গঞ্জ থানায় নিয়ে যায়। ঘটনার তদন্তে রায়গঞ্জ থানার পুলিশ।