Raiganj TMC: তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরব দলের সংখ্যালঘু নেতা-কর্মীরা, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ রায়গঞ্জে
Raiganj TMC: বিক্ষোভকারীদের অভিযোগ, বীরঘই গ্রাম পঞ্চায়েতে কোনওদিন শাসকের কোন্দল ছিল না। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিজেপি ছেড়ে তাঁর অনুগামীদের নিয়ে তৃণমূলে আসতেই অন্তর্দ্বন্দ্ব শুরু হয়।
রায়গঞ্জ: আবারও গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার উত্তর দিনাজপুরের শাসক শিবির। এবারে পঞ্চায়েতের সংখ্যালঘুরা সরব হলেন বিধায়কের বিরুদ্ধে। বুথ কমিটি গঠন নিয়ে গত সোমবার রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের ভূপালপুর উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে। এই সংঘর্ষে দলেরই বেশ কয়েকজন আহত হন। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন দলের অঞ্চল সভাপতি কৈলাশ চন্দ্র বর্মন। তাঁকে মারধরের অভিযোগ ওঠে বীরঘই গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রফিকুল আলমের অনুগামীদের বিরুদ্ধে। আর এর জন্য কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের অঞ্চল স্তরের সংখ্যালঘু নেতাকর্মীরা ও পঞ্চায়েত সদস্যরা।
বিজেপির টিকিটে জয়ী হয়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই বীরঘই অঞ্চলে বিধায়ক সৌমেন রায় তাঁর অনুগামীদের নিয়ে ‘লবিবাজি’ শুরু করেছেন বলে অভিযোগ তোলেন বিক্ষুব্ধরা। পাশাপাশি এ নিয়ে জেলা নেতৃত্বও কোনও পদক্ষেপ করছে না বলেও অভিযোগ তোলেন তাঁরা।
পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় দলের অন্দরে কোন্দলে কার্যত অস্বস্তিতে জেলা নেতৃত্ব। ইসলামপুরে বিধায়ক বনাম জেলা সভাপতি, আবার রায়গঞ্জে বিধায়ক বনাম পৌর প্রশাসকের পর এবার বীরঘইয়ে বিধায়ক বনাম সংখ্যালঘু পঞ্চায়েত নেতৃত্বের মধ্যে কাজিয়া প্রকাশ্যে এল।
বিক্ষোভকারীদের অভিযোগ, বীরঘই গ্রাম পঞ্চায়েতে কোনওদিন শাসকের কোন্দল ছিল না। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিজেপি ছেড়ে তাঁর অনুগামীদের নিয়ে তৃণমূলে আসতেই অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। তবে এই বিষয়ে বিধায়ক সৌমেন রায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকারের বক্তব্য, সংখ্যালঘুরা মুখ ফিরিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন।
অন্যদিকে, তৃণমূলের জেলা সহ সভাপতি অরিন্দম সরকার বলেন, “গোটা বিষয়টি বিধায়ককে জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে সব সমস্যা মিটিয়ে নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।”