Mass beating: দিনে-দুপুরে হাত সাফাই করতেই কাল! গণ পিটুনির পর চোরকে ভর্তি করতে হল হাসপাতালে

North Dinajpur: দিনেদিনে ওই এলাকায় বেড়ে চলেছে চোরেদের উপদ্রব।

Mass beating: দিনে-দুপুরে হাত সাফাই করতেই কাল! গণ পিটুনির পর চোরকে ভর্তি করতে হল হাসপাতালে
নিগ্রহ করা হয় ওই যুবককে (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2022 | 6:54 PM

উত্তর দিনাজপুর: দিনে দুপুরে হাত সাফাই করতে গিয়ে বিপত্তি। বাসিন্দাদের হাতে ধরা পড়ে উত্তম-মধ্যম খেলো এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশের সঙ্গেও বচসা এলাকাবাসীদের। পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা। এরপর পুলিশের সামনেই পিটিয়ে মারার হুমকি। আহত যুবককে উদ্ধার করে আটক করল পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা রায়গঞ্জের সুভাষগঞ্জের পালপাড়ায়।

কী ঘটেছে?

রবিবার দুপুরে সুভাষগঞ্জের পালপাড়া এলাকায় একটি বাড়ির পাশে জঙ্গলে দুই যুবককে গা ঢাকা দিয়ে থাকতে দেখে সন্দেহ হয় বাড়ির মালিকের। এবার গৃহকর্তাকে এগিয়ে আসতে দেখে চম্পট দেয় দু’জন। কিন্তু তারমধ্যে হাতেনাতে একজনকে ধরা পড়ে যায়। অপরজন পালিয়ে যায়। ঘটনার পর চিৎকার, চেঁচামেচিতে একে-একে এলাকাবাসীরা জড়ো হতে শুরু হয়। তারপর চলে দেদার মারধর। কাঠ জাতীয় কিছু দিয়ে আঘাতের পর আঘাত করা হয় ওই যুবককে।

বেশ খানিক্ষণ কেটে যাওয়ার পর এই ঘটনা খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। পুলিশের সঙ্গেও বচসা বাধে বাসিন্দাদের। এরপর পুলিশ মারধরের প্রতিবাদ করতেই উত্তেজিত হয়ে ওঠেন এলাকাবাসীরা। পুলিশের হাত থেকে যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন কয়েকজন। তাছাড়া পুলিশের সামনেই ছেলেটিকে পিটিয়ে মারার হুমকি দেন উত্তেজিতরা। এদিকে উত্তজনা চরমে ওঠায় আরও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে শক্তিনগরের বাসিন্দা আহত ওই যুবককে উদ্ধার করার পাশাপাশি আটক করে রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দিনেদিনে ওই এলাকায় বেড়ে চলেছে চোরেদের উপদ্রব। দিনে রাতে যখনই হোক, বাড়ি ফাঁকা পেলেই হাত সাফাই সারছে চোরের দল। শনিবার রাতেও চুরির ঘটনা ঘটে ওই এলাকায়। এরপর সন্দেহভাজন ওই যুবকদের বাড়ির পাশের ঝোপে লুকিয়ে থাকতে দেখেই প্রথমে চোর বলে সন্দেহ ওই গৃহকর্তার। পরে যদিও যুবকরা চুরির উদ্দ্যেশ্যেই জড়ো হয়েছিল বলে স্বীকার করে নেয় বলে দাবি। আর এতেই উত্তেজিত হয়ে ওই যুবককে প্রহার ও মারধর করা হয়।

ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকায় পুলিশি নজরদারী নিয়ে প্রশ্ন তোলেন বাসিন্দাদের একাংশ। পালটা গণ পিটুনির বিষয়ে পুলিশ প্রতিবাদ করতেই পালটা বাসিন্দাদের একাংশের সঙ্গে  বচসা বাধে পুলিশের। এতে উত্তেজনা আরও বেড়ে যায়। আরো পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে যায়। এদিকে নিত্যদিন বেড়ে চলা চুরির ঘটনায় পুলিশি নজরদারী বৃদ্ধির দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন: Indian Navy: সমুদ্রে বিকল ট্রলার! ২০ মৎস্যজীবীকে উদ্ধার করে বাংলাদেশ পাঠাল ভারতীয় নৌসেনা