Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Women Trafficking: প্রেমের টানে সীমান্তে পেরিয়েছে, বড় বিপদের থেকে নাবালিকাকে বাঁচাল বিএসএফ

Women Trafficking:

Women Trafficking: প্রেমের টানে সীমান্তে পেরিয়েছে, বড় বিপদের থেকে নাবালিকাকে বাঁচাল বিএসএফ
নাবালিকা উদ্ধার (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2022 | 1:14 PM

উত্তর দিনাজপুর: প্রেমের টানে বাড়ি ছেড়েছিল বছর সতরোর মেয়েটা। কাঁটা তার পেরিয়ে এপারেও চলে আসছিল। কিন্তু ধরা পড়ে যায় সীমান্ত পুলিশের হাতে। পুলিশি জেরায় উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। নাবালিকা জানিয়েছিল, সে তার প্রেমিকের সঙ্গে দেখা করতেই সীমান্ত পেরিয়েছে। কিন্তু দুঁদে বিএসএফ কর্তারা বুঝে গিয়েছিলেন আসল কারণ কী? এর পিছনে রয়েছে এক গহীন রহস্য। আসলে মেয়েটি এক বড় বিপদের সম্মুখীন। বাংলাদেশ পুলিশের হাতে আটক উত্তর দিনাজপুরের নাবালিকা। বিজিবি বিএসএফের উপস্থিতিতে সীমান্তে পরিবারের হাতে তুলে দেওয়া হয় নাবালিকাকে। এর পিছনে আন্তর্জাতিক নারী পাচার চক্রের হাত রয়েছে বলে মনে করছেন তদন্তাকারীরা।

বাংলাদেশের পঞ্চগড়ে কাঁটাতার পেরিয়ে প্রবেশ করেছিল ভারতীয় তরুণী। উত্তর দিনাজপুরের হরিয়ানা গ্রামের খুসনামা নামে বছর সতেরোর ওই নাবালিকাকে আটক করে বাংলাদেশ পুলিশ। শুক্রবার চোপড়া উত্তর দিনাজপুর জেলার হাপতিয়া গ্রাম পঞ্চায়েতের জিরো পয়েন্টে বাংলাদেশ বর্ডার গার্ড, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর উপস্থিতিতে গোয়ালপোখর থানার পুলিশের মাধ্যমে পরিবারের হাতে ওই নাবালিকা থেকে তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নাবালিকা ১৬ ফেব্রুয়ারি ভারতীয় মুড়িখাওয়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশের পরে তেতুঁলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দার পাড়া গ্রামের হাসিনুর রহমান নামে এক ব্যাক্তির সঙ্গে পরিচয় হয় তার। পরে তিনি ওই তরুণীকে তাঁর বাড়িতে নিয়ে যান। এদিকে বাংলাদেশের তেতুঁলিয়া মডেল থানার পুলিশ খবর পেয়ে ওই তরুনীকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে,বাড়ি থেকে মেয়ে নিখোঁজ হয়ে যায় প্রশাসনের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। নিখোঁজ মেয়ের সন্ধান পেতে গোয়ালপোখর থানার দ্বারস্থ হয় তার পরিবার। পুলিশ বিএসএফের সঙ্গে যোগাযোগ করে নাবালিকার বাংলাদেশে চলে যাওয়ার কথা জানতে পারে। অবশেষে শুক্রবার বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে গোয়ালপোখর থানা পুলিশের উপস্থিতিতে দেশে ফিরিয়ে আনা হয় ওই নাবালিকাকে। এদিকে এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক নারী পাচার চক্র জড়িত থাকার আশঙ্কা করেছেন স্থানীয় বাসিন্দারা। যদিও কীভাবে ওই নাবালিকা সীমান্ত পেরিয়ে ভিনদেশে প্রবেশ করল, তা খতিয়ে দেখছে বিএসএফ ও পুলিশ।

আরও পড়ুন: Kolkata Fire: শাটারের নীচ থেকে গল গল বেরোচ্ছে ধোঁয়া, ফল ব্যবসায়ীর প্রায় দু’লক্ষ নগদ টাকা তখন ছাই

আরও পড়ুন: Purulia: ঘরের জানলা খোলা, হাওয়ায় পর্দা উড়ছিল, মা ও ছেলেকে দেখে স্থবির হয়ে গেলেন প্রতিবেশীরা