West Bengal Election 2021 Opinion Poll: বাংলা দখলের দৌড়ে এগিয়ে কে? কোথায়, কখন, কীভাবে দেখবেন?
West Bengal Election 2021 Opinion Poll: কোথায়, কীভাবে দেখা যাবে এই ওপিনিয়ন পোল? জানুুন বিস্তারিত
কলকাতা: একুশের বঙ্গ যুদ্ধের কাউন্টডাউন (West Bengal Assembly Election 2021) শুরু হয়ে গিয়েছে। দিন সাতেকের মধ্যেই শুরু হয়ে যাবে ভোটগ্রহণ প্রক্রিয়াও। ভোটগ্রহণ হবে আট দফায়। গণনার জন্য ২ মে-র দিকে নজর গোটা দেশের। তার আগে TV9 বাংলা নিয়ে আসছে পশ্চিমবঙ্গ ভোটের ওপিনিয়ন পোল (West Bengal Election Opinion Poll)। রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনের উপর সমীক্ষা চালিয়ে এই বিশ্লেষণ ভিত্তিক চুলচেরা অনুমান তুলে ধরা হবে দর্শকদের সামনে। এই ওপিনিয়ন পোল কখনই ফলাফলের প্রতিবিম্ব তুলে ধরবে না। তবে এর মাধ্যমে কিছুটা হলেও আভাস পাওয়া যাবে, কী ভাবছে বাংলা? কোনদিকেই বা ঝুঁকছে বাংলার মানুষের মন।
TV9 বাংলা ও ‘পোলস্ট্র্যাট’ মিলে যৌথভাবে এই সমীক্ষা চালিয়েছে রাজ্যজুড়ে। যেখানে মানুষের সামনে নানা রকমারি প্রশ্ন তুলে ধরে হয়েছে। বাংলার মানুষ কাকে রাজ্যের মসনদে দেখতে চান, তাঁরা কাকে ভোট দেবেন, এবং রাজনীতির হাওয়া কোনদিকে বইছে, ইত্যাদি বোঝার জন্যই এই ওপিনিয়ন পোল। যা শুক্রবার বিকেল পাঁচটায় সম্প্রচারিত হতে চলেছে TV9 বাংলা, TV9 ভারতবর্ষ এবং www.tv9bangla.com ওয়েবসাইটে। এই সম্প্রচার দেখতে পাওয়া যাবে Tv9 বাংলার ইউটিউব চ্যানেলে। ঘড়ির কাঁটায় বিকেল পাঁচটা বাজলেই TV9 বাংলার ফেসবুক পেজেও দেখতে পাবেন লাইভ আপডেট।
আরও পড়ুন: গন্ধ শুঁকে হাঁটুতে থাবা, যুবককে ভিতরে নিয়ে গেল সিংহ’, প্রকাশ্যে আলিপুর চিড়িয়াখানার হাড়হিম দৃশ্য
তবে আবারও মনে করিয়ে দেওয়া দরকার। এই সমীক্ষায় কেবলই একটা আভাস বা অনুমান পাওয়া যাবে যে আসন্ন বিধানসভা ভোটের ফলাফল কেমন হতে পারে। তবে এটাই যে হতে চলেছে তা কখনই বলা যাবে না। কেননা, বর্তমান রাজনৈতিক আবহাওয়ার উপর নির্ভর করে এই ওপিনিয়ন পোল TV9 বাংলা প্রকাশ করতে চলেছে। রাজ্যে আট দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে পরিবেশ-পরিস্থিতি যে কোনও সময় বদলে যেতে পারে। মোট ১০ হাজার মানুষের উপর টেলিফোনিক সমীক্ষা চালিয়ে এই পোল প্রকাশ করা হচ্ছে। এর সঙ্গে বাস্তবের ফলাফলের ফারাক তিন থেকে চার শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Mamata Banerjee In Purbo Medinipur: শিক্ষকদের বেতন দ্বিগুণ করা হবে: মমতা