ছাগল টোপ দিয়ে ‘মানুষখেকো’বাঘ পাকড়াও সুন্দরবন থেকে

বাঘের দাপটে সন্ত্রস্ত সুন্দরবনের গোসাবা ব্লক। লকডাউনের সময় থেকে এখনও পর্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকে ‘বাঘের ঘরে’ কাঁকড়া শিকারে গিয়ে মৃত্যু হয়েছে মোট ১৮ জন মৎসজীবীর।

ছাগল টোপ দিয়ে ‘মানুষখেকো’বাঘ পাকড়াও সুন্দরবন থেকে
'মানুষখেকো' , নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Dec 23, 2020 | 8:54 PM

সুন্দরবন : ম্যানগ্রোভ অরণ্যে তাদের অবাধ বিচরণ। যখন-তখন যেখানে-সেখানেই চলে আসে তারা। হামলাও করে। তাদের হানায় মৃত্যুর খবর হামেশা শোনা যায়। তেমনই সুন্দরবনের গোসাবা ব্লকে এক বাঘকে পাকড়াও করলেন বনকর্মীরা। তাঁদের প্রাথমিক অনুমান, বাঘটি ‘মানুষখেকো'(Man Eater)। মঙ্গলবার রাতে অবশেষে ফাঁদে পা দিতেই হরিখালি জঙ্গল থেকে বন্দি করা হয় পূর্ণ বয়স্ক বাঘটি।

বাঘের দাপটে সন্ত্রস্ত সুন্দরবনের গোসাবা ব্লক। লকডাউনের সময় থেকে এখনও পর্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকে ‘বাঘের ঘরে’ কাঁকড়া শিকারে গিয়ে মৃত্যু হয়েছে মোট ১৮ জন মৎসজীবীর। স্বাভাবিক ভাবেই ক্রমশই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বন দফতরের। অবশেষে মঙ্গলবার রাতে, বসিরহাট রেঞ্জের হরিখালিতে ‘ছাগল’-এর টোপ দিয়ে ফাঁদ পাতা হলে, খাবারের লোভে ধরা দেয় একটি আস্ত বাঘ।

আরও পড়ুন : লাদাখে ‘আগুনে মেজাজের’ জওয়ানদের সঙ্গে সাক্ষাত সেনা প্রধানের

বন দফতর সূত্রের খবর, আট বছরের পূর্ণ বয়স্ক ওই বাঘটির একটি দাঁত ক্ষয়ে গিয়েছে। হাতের কাছে সহজ শিকার মানুষ ।অতএব, কাঁকড়া ধরতে আসা মৎস্যজীবীরাই হয়ে ওঠে তার প্রাথমিক শিকার, এমনটাই অনুমান বন দফতরের।

আরও পড়ুন : অধিকারী বাড়ির সামনে দিয়ে তৃণমূলের মিছিল, স্লোগান উঠল ‘মীরজাফর, বিশ্বাসঘাতক’

সূত্রের খবর, বুধবার বন্দি বাঘটিকে ঝড়খালির সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে রাখা হয়েছে। ওখানে আগে থেকেই দুটি বাঘ ছিল। এখন তা বেড়ে হল তিন। বন দফতরের অনুমান এরকম ‘মানুষখেকো’ আরও থাকতে পারে। ঝড়খালি উদ্য়ান পার্কে এই ‘মানুষখেকো’ (Man Eater)বাঘটিকে দেখতে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ।