ভরদুপুরে নির্মীয়মাণ আবাসনে হঠাৎ বিস্ফোরণ, আতঙ্কিত এলাকাবাসী
নারায়ণচন্দ্র চন্দ্র নামে এক স্থানীয় বাসিন্দার পাঁচ কাঠা জমির উপর একটি পুরনো বাড়ি ছিল। সেই বাড়িটি ভেঙে নতুন করে আবাসন নির্মাণের কাজ শুরু হয়েছিল সম্প্রতি।
দক্ষিণ ২৪ পরগনা: নির্মীয়মাণ বাড়িতে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ বোমা ফেটে (Blast) জখম হলেন জখম হলেন তিনজন। তাঁদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে গড়িয়ার শ্রীনগরে। আতঙ্কিত এলাকাবাসী।
পুলিশ সূত্রে খবর, নারায়ণচন্দ্র চন্দ্র নামে এক স্থানীয় বাসিন্দার পাঁচ কাঠা জমির উপর একটি পুরনো বাড়ি ছিল। সেই বাড়িটি ভেঙে নতুন করে আবাসন নির্মাণের কাজ শুরু হয়েছিল সম্প্রতি। স্থানীয় প্রোমোটার গোপাল দাসের তত্ত্বাবধানেই চলছিল নির্মাণের কাজ।
আরও পড়ুন: বনধের সকালে সল্টলেকে চিকিৎসকের বাড়ির ছাদের রেলিংয়ে ঝুলছেন যুবক!
এদিন, দুপুরে মাটি খোঁড়া, জল সেচের কাজ করছিলেন তিন ঠিকা শ্রমিক। কাজের মধ্যে দড়ির প্রয়োজন হওয়ায় একজন শ্রমিক টিনের পাতে মোড়া দড়ির পুঁটলি খুলে দড়ি বের করতে যান। তখনই ওই পুঁটলিতে থাকা বোমা ফেটে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে গুরুতর আহত হন তিনজন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা উদ্বেগজনক।
স্থানীয়রাই বিস্ফোরণের (Blast) শব্দ শুনে বাইরে এসে ওই শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। গোটা ঘটনাই তদন্ত করে দেখছে পুলিশ।