বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত গ্রামের ‘প্রিয়’ হনুমান, সাড়ম্বরে শ্রাদ্ধ পালন গ্রামবাসীর

বৃহস্পতিবার, সকল গ্রামবাসীরা নানা দল-মত নির্বিশেষে একযোগে মহাসমারোহে মৃত হনুমানের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেন। হরিনাম সংকীর্তন সহযোগে মৃত হনুমানটিকে সমাধিস্থলে কবরও দেওয়া হয়।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত গ্রামের 'প্রিয়' হনুমান, সাড়ম্বরে শ্রাদ্ধ পালন গ্রামবাসীর
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 28, 2021 | 11:47 PM

পশ্চিম মেদিনীপুর: গ্রামের সকলের ‘প্রিয়’ হনুমানটির(Monkey) মৃত্যুতে রীতিমতো ধুমধাম করে শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করলেন চন্দ্রকোনার বড়আকনার বাসিন্দারা।

হনুমানটি(Monkey) হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা জানিয়েছেন, এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে যাওয়ার সময়ে এগারো হাজার ভোল্টের ইলেকট্রিকের খুঁটি ছুঁয়ে ফেলে সে। ঘটনাস্থল থেকেই তাকা উদ্ধার করেন গ্রামবাসীরা। শত সেবা-শুশ্রুষার পরেও প্রাণে বাঁচানো যায়নি তাকে। চন্দ্রকোনার এই পোষ্য হনুমানের মৃত্যুতে শোকের ছায়া বড়আকনা গ্রাম জুড়ে।

আরও পড়ুন : হনুমানের মৃত্যুতে শোকাহত গ্রাম, আত্মার শান্তি চেয়ে হল শ্রাদ্ধানুষ্ঠান!

বৃহস্পতিবার, সকল গ্রামবাসীরা নানা দল-মত নির্বিশেষে একযোগে মহাসমারোহে মৃত হনুমানের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেন। হরিনাম সংকীর্তন সহযোগে মৃত হনুমানটিকে সমাধিস্থলে কবরও দেওয়া হয়। গোটা গ্রামের মানুষেরা হনুমানের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষ্যে এক জায়গায় বসে খিচুড়ি খান।

উল্লেখ্য, মাসখানেক আগে আরও একটি হনুমানের(Monkey) মৃত্যুতেও একইভাবে শোক পালন করেছিলেন দাসপুরের বাসিন্দারা।