China: মাত্র ১৩ বছরেই সংস্থার ‘মালিক’, প্রতি মাসে বেতনও দেয় এই খুদে ‘সিইও’
Chinese Boy Runs Firm: ১৩ বছরের এক কিশোরের নিজের সংস্থা রয়েছে। তার সংস্থায় ৬ জন কর্মী কাজও করে। মাসে মাসে তাদের বেতনও দেয় এই খুদেই। এদিকে ব্যাগ পিঠে নিয়ে স্কুলে যায় এখনও সে।
বেজিং: বয়স মাত্র ১৩ বছর। নিয়মিত স্কুলে যায়। পড়াশোনা করে। এর বাইরেও তার একটি পরিচয় রয়েছে। কৈশোরেই নিজের একটি সংস্থা তৈরি করে ফেলেছে এই খুদে। ৬ জন বেতনভোগী কর্মীও রয়েছে তার। মাস গেলে তাদের আবার বেতনও দেন। ১৩ বছরেই একটি গোটা কোম্পানির ‘সিইও’ চেন নামের এক কিশোর। সম্প্রতি তার সম্পর্কে একাধিক খবর ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রেড স্টার নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী, এক স্কুল শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের একটি হোমটাস্ক দিয়েছিলেন। পড়ুয়ারা নিজেদের সহপাঠীদের মধ্যে কাকে সফল হিসেবে দেখে তাকে নিয়ে কিছু লিখতে। শিক্ষিকার নির্দেশ মতোই সকলে সবাই হোম ওয়ার্ক করে তো এনেছিল। কিন্তু সকলের প্রবন্ধে একটাই নাম দেখে অবাক হন শিক্ষিকা। পড়ুয়ারা জানান, ওই সহপাঠীর নাম চেন। ১৩ বছর বয়সেই তার একটি নিজের সংস্থা রয়েছে।
শিক্ষার্থীদের কথা শুনে চেনকেই সরাসরি প্রশ্ন করেন শিক্ষিকা। তিনি জিজ্ঞাসা করেন, কোন ধরনের সংস্থা রয়েছে তার। চেন বলে, “ইন্টারনেট টেকনোলজি”। সে আরও জানায়, তার সংস্থায় কাজ করে ৬ জন কর্মী। শুধু তাই নয়, মাস গেলে তাদের বেতনও দেয় সে। শিক্ষিকা এই ছেলের কাণ্ড দেখে অবাকই হয়েছেন। যে ছেলে পিঠে ব্য়াগ নিয়ে এখনও স্কুলে আসে, সেই ছেলেই কি না নিজের সংস্থার চালায়। চেন ও শিক্ষিকার কথোপকথনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। এদিকে এই ভিডিয়ো দেখে অনেক সোশ্য়াল মিডিয়া ব্যবহারকারীরাও অবাক হয়েছে। স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনিভাবে তিনি এই সংস্থার প্রধান হতে পারেন না। কারণ চিনের নিয়ম অনুযায়ী কোনও ব্যক্তির নিজের সংস্থা বা ব্যবসা থাকার জন্য তার বয়স কমপক্ষে ১৮ হতেই হবে। এদিকে স্কুলের মুখপাত্র জানিয়েছেন, “ও অবশ্যই কোনও সংস্থার আইনি প্রধান নয় এবং তার পক্ষে এটি হওয়া অসম্ভব। আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করছি।”