Shipping Disaster: গ্রিসের উপকূলে শরণার্থী বোঝাই নৌকাডুবিতে মৃত ৭৯, নিখোঁজ শতাধিক
দক্ষিণ-পশ্চিম গ্রিসের পায়লস সৈকত শহর থেকে ৫০ মাইল দূরে এই নৌকাডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়েই সেখানে পৌঁছে যায় একাধিক উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে পায়লসের কাছে কালামাতা বন্দরে আনা হয়েছে।
এথেন্স: গ্রিসের উপকূলে ঘটল ভয়াবহ নৌকাডুবির ঘটনা। বুধবারের এই নৌকাডুবির ঘটনায় অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে। ওই নৌকায় থাকা শতাধিক যাত্রী নিখোঁজ হয়েছেন। জানা গিয়েছে, ওই নৌকায় চেপে প্রচুর শরণার্থী আসছিলেন ইউরোপে। ইউরোপের এক উদ্ধারকারী সংস্থার দাবি, প্রায় ৭৫০ জন ছিলেন দুর্ঘটনাগ্রস্ত নৌকায়। যদিও রাষ্ট্রপুঞ্জের শরণার্থী এজেন্সির দাবি, ৪০০ জন ছিলেন সেখানে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া নৌকাটি লিবিয়া থেকে ইউরোপে আসছিল। সেই নৌকায় মিশর, সিরিয়া এবং পাকিস্তানের শরণার্থীরা ছিলেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
দক্ষিণ-পশ্চিম গ্রিসের পায়লস সৈকত শহর থেকে ৫০ মাইল দূরে এই নৌকাডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়েই সেখানে পৌঁছে যায় একাধিক উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে পায়লসের কাছে কালামাতা বন্দরে আনা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে গ্রিসের উপকূল বাহিনীর তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত নৌকাটিকে সাহায্যের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আউটার ডেকে থাকা শরণার্থীরা তা প্রত্যাখ্যান করেন। এর এক ঘণ্টার মধ্যে নৌকাটি ঢুবে যায়।
এর আগে ফেব্রুয়ারি মাসে ইটালির কালাব্রিয়ান উপকূলের কাছে নৌকাডুবির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় প্রাণ হারান ৯৬ জন। ঝড়ের কবলে পড়ে ওই নৌকাডুবির ঘটনা ঘটেছিল।