Earthquake: প্রাণ বাঁচাতে পড়িমড়ি দৌড়, সাতসকালেই ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল এই দ্বীপরাষ্ট্র
Philippines Earthquake: এ দিন সকাল ১০ টা নাগাদ ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা থেকে তিন ঘণ্টা দূরে সমুদ্রের ভিতরে ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২৪ কিলোমিটার গভীরে।
ফিলিপিন্স: সাতসকালে ফের ভয়ঙ্কর ভূমিকম্প(Earthquake)। এবার ভূমিকম্প হল ফিলিপিন্সে (Philippines)। বৃহস্পতিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল দ্বীপরাষ্ট্র। মার্কিন জিওলজিক্য়াল সার্ভের তরফে জানানো হয়েছে, এ দিন সকালে হওয়া ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.২। শক্তিশালী ভূমিকম্প হওয়ার কারণে বড়সড় আফটার শক হওয়ারও আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, এ দিন সকাল ১০ টা নাগাদ ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা থেকে তিন ঘণ্টা দূরে সমুদ্রের ভিতরে ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২৪ কিলোমিটার গভীরে। প্রায় ৩০ সেকেন্ড থেকে এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে ম্যানিলা সহ দ্বীপরাষ্ট্রের আশেপাশে একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়।
#Earthquake (#lindol) possibly felt 32 sec ago in #Philippines. Felt it? Tell us via: ?https://t.co/LBaVNedgF9 ?https://t.co/AXvOM7I4Th ?https://t.co/wPtMW5ND1t ⚠ Automatic crowdsourced detection, not seismically verified yet. More info soon! pic.twitter.com/tzzRa2hdkg
— EMSC (@LastQuake) June 15, 2023
ক্যালাটাগান মিউনিসিপ্য়ালিটি পুলিশের প্রধান এমিল মেনডোজ়া জানান, সকাল ১০টা নাগাদ হঠাৎ কম্পন অনুভূত হয়। সমস্ত জিনিসপত্র থরথর করে কাঁপতে থাকায় তারা ছুটে বাইরে পেরিয়ে আসেন। প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর না মিললেও, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠানো হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য।
প্রসঙ্গত, ফিলিপিন্সে প্রায়সময়ই ভূমিকম্প হয় কারণ এটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-র উপরে অবস্থিত। ২০১৩ সালে মধ্য ফিলিপিন্সের বোহল দ্বীপে ৭.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এরপরেই ভূমিধস নামে, কমপক্ষে ২০০ জনের মৃত্যু হয়।