Maldives Fire: মলদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৯ ভারতীয় নাগরিক
Maldives Fire: বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১০ জন। তার মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক এবং ১ জন বাংলাদেশি।
মালে: বৃহস্পতিবার মলদ্বীপে (Maldives) ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১০ জনের। এদিন সকালের দিকে মলদ্বীপের রাজধানী শহর মালে(Male) শহরের কোয়ারু কেনডি মাগুতে একটি গ্যারেজে আগুন লাগে। গ্য়ারেজ থেকে আগুন গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে বিল্ডিংটি প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তার মধ্যে ৯ জনই ভারতীয় নাগরিক এবং ১ জন বাংলাদেশি বলে আধিকারিক সূত্রে খবর।
সেখানকার আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বিল্ডিংয়ের উপরের তলা থেকে ১০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। সেখানে মূলত পরিযায়ী শ্রমিকদেরই আস্তানা। জানা গিয়েছে, বিল্ডিংটি একটি যানবাহন মেরামতির গ্যারেজ ছিল। আর সেই বিল্ডিংয়ের নীচের তলাতেই প্রথম আগুন লাগে। তারপর সেখানে থেকে গোটা ব্লিডিংয়ে ছড়িয়ে পড়ে। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, গোটা বিল্ডিংয়ের আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪ ঘণ্টা সময় লেগেছে। তবে আগুন লাগার কারণ সম্বন্ধে কিছু জানা যায়নি।
We are deeply saddened by the tragic fire incident in Malé which has caused loss of lives, including reportedly of Indian nationals.
We are in close contact with the Maldivian authorities.
For any assistance, HCI can be reached on following numbers: +9607361452 ; +9607790701
— India in Maldives (@HCIMaldives) November 10, 2022
মলদ্বীপে ভারতীয় হাই কমিশন টুইট করে জানিয়েছে, ‘মালের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আমার দুঃখিত। এই ঘটনায় ভারতীয় নাগরিক সহ একাধিক মানুষের প্রাণ গিয়েছে। মালদ্বীপের কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি।’ এদিকে ভারতীয় কমিশনের তরফে দুটি ফোন নম্বরও শেয়ার করা হয়েছে। কোনও প্রয়োজন হলে, +9607361452, +9607790701 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। মালদ্বীপের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলের কাছাকাছি একটি স্টেডিয়ামে শিবির তৈরি করে উদ্ধারকাজ চলছে। এদিকে এই ঘটনার পর সুর চড়িয়েছেন সেখানকার রাজনৈতিক দলগুলি। তারা অন্য দেশ থেকে মলদ্বীপে আসা কর্মীদের অবস্থার সমালোচনা করেছে। মালের জনংসংখ্যার অর্ধেকই অন্য দেশ থেকে আসা নাগরিক। সেখানে ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে কাজ করতে আসে।