Alaska earthquake: ৭.২ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপল আলাস্কা, সুনামির সাইরেনে মাঝরাতে রাস্তায় মানুষ
Alaska earthquake: আলাস্কা ভূমিকম্প কেন্দ্রের মতে, আলেউটিয়ান দ্বীপপুঞ্জ, আলাস্কান উপদ্বীপ এবং কুক ইনলেট অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। আলাস্কার কোডিয়াক-সহ উপকুলীয় বিভিন্ন এলাকায় সম্ভাব্য সুনামির আশঙ্কায় সাইরেন বাজানো হয়।
ওয়াশিংটন: ৭.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ এলাকা। যার জেরে এদিন, দক্ষিণ আলাস্কার বিস্তীর্ণ অংশে কিছুক্ষণের জন্য সুনামির সতর্কতাও জারি করা হয়েছিল। তবে, ঘণ্টাখানেক বাদে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। মার্কিন জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১০টা বেজে ৪৮ মিনিট নাগাদ ভূমিকম্পটি হয়। কম্পনের উৎস ছিল, আলাস্কার স্যান্ড পয়েন্ট থেকে প্রায় ১০৬ কিলোমিটার দক্ষিণে, ভূপষ্ঠ থেকে ৯.৩ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত এই ভূমিকম্পের জেরে কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি। কোনও সম্পত্তির ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
7.4 earthquake strikes in Alaskan, tsunami warning issued#earthquake #alaska #tusunami #tsunami pic.twitter.com/8go2EWJNrW
— CBKNEWS (@CBKNEWS121) July 16, 2023
আলাস্কা ভূমিকম্প কেন্দ্রের মতে, আলেউটিয়ান দ্বীপপুঞ্জ, আলাস্কান উপদ্বীপ এবং কুক ইনলেট অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। আলাস্কার কোডিয়াক-সহ উপকুলীয় বিভিন্ন এলাকায় সম্ভাব্য সুনামির আশঙ্কায় সাইরেন বাজানো হয়। মধ্যরাতেই নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়তে বাধ্য হন বাসিন্দারা। প্রায় এক ঘন্টা পর সুনামির সতর্কতা বাতিল করা হয়। হাওয়াই এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, হাওয়াই দ্বীপপুঞ্জেও কোনও সুনামির হুমকি নেই।
Please pray for #Alaska ???
An #earthquake of 7.5Mg hit few hours ago, #Tsunami warning ⚠️ N.America #Alert #kajol #KatrinaKaif pic.twitter.com/yqiZTHjeWF
— The Eastern Kingdom ?️ (@KingdomEastern) July 16, 2023
?#BREAKING: Massive Magnitude 7.2 Earthquake Triggers Tsunami Sirens Along Alaskan Coastline
Sirens were sounding off in response to a tsunami warning. The warning came after a strong 7.2 magnitude earthquake hit the coastline of Alaska. The Tsunami… pic.twitter.com/rccv1h5hgW
— R A W S A L E R T S (@rawsalerts) July 16, 2023
প্রসঙ্গত, আলাস্কায় ভূমিকম্প কোনও নতুন ঘটনা নয়। প্রায়শই ছোট-বড় ভূমিকম্পের মোকাবিলা করতে হয় এই এলাকাকে। কারণ, প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার-এর অংশ হল আলাস্কা। এই রিং অব ফায়ারই পৃথিবীর সবথেকে ভূমিকম্প প্রবণ এলাকা এবং এই বলয়ে অনেকগুলি আগ্নেয়গিরি অবস্থিত। ১৯৬৪ সালের মার্চ মাসে, উত্তর আমেরিকায় সবথেকে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছিল আলাস্কায়। রিখটার স্কেলে তার মাত্রার ছিল ৯.২। সেই বিধ্বংসী ভূমিকম্পে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল অ্যাঙ্কোরেজ এলাকা। আর সেই ভূমিকম্প থেকে দন্ম নিয়েছিল এক বড় মাপের সুনামিও। আলাস্কা উপসাগর, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল এবং হাওয়াই দ্বীপপুঞ্জে ধ্বংসলীলা চালিয়েছিল সেই সুনামি। সেই জোড়া বিপর্যয়ের বলি হয়েছিলেন প্রায় ২৫০ মানুষ।