Taliban: বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, ঠিল ছোড়া দূরত্বেই ছিলেন তালিবান মুখপাত্র
Blast in Kabul: তালিবান মুখপাত্র জ়াবিহুল্লাহ মুজাহিদই কী ছিলেন এই হামলার নিশানায়?
কাবুল : ফের কেঁপে উঠল কাবুলিওয়ালার দেশ। রবিবার বিকেলের কাবুলের এক মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। নাশকতার ঘটনায় বেশ কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর। কিন্ত হতাহতে প্রকৃত সংখ্যা এখনও পর্যন্ত জানানো পারেননি স্থানীয় তালিবান আধিকারিকরা।
তালিবান মুখপাত্র জ়াবিহুল্লাহ মুজাহিদই কী ছিলেন এই হামলার নিশানায়? আজ এক টুইটে মুজাহিদ জানিয়েছেন, কাবুলের ইদগাহ মসজিদের প্রবেশ পথের কাছেই বিস্ফোরণটি হয়েছে। এদিকে আজ বিকেলে ওই মসজিদেই উপস্থিত ছিলেন তালিবান মুখপাত্র। গত সপ্তাহে তাঁর মা মারা গিয়েছেন। তাঁর স্মৃতিতেই মসজিদে ধর্মীয় অনুষ্ঠান ছিল। জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তাঁর সকল আত্মীয় এবং বন্ধুরআ আমন্ত্রিত ছিলেন ওই অনুষ্ঠানে।
আর তখনই হঠাৎ ইদগাহ মসজিদের বাইরে বিকট এক বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। আর তার পরই শুরু হয় এলোপাথারি গুলি। জাবিহুল্লাদ মুজাহিদের মায়ের স্মৃতিতে অনুষ্ঠানের জন্য তালিবান প্রশাসনের তরফে ইদগাহ মন্দিরের সামনের রাস্তা সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। আর ঠিক তার কিছু সময় পরেই এই বিস্ফোরণ। সংবাদসংস্থা এএফপির দুই সাংবাদিকও কাবুলের দুই পৃথক এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পান বলে খবর। বিস্ফোরণে বেশ কয়েকজন জখম হয়েছেন। তাঁদের নিকটবর্তী কাবুল ইমার্জেন্সি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এর আগে শনিবার আফগানিস্তানের জালালাবাদের পূর্বের একটি শহরে হামলা চালায় এক বন্দুকবাজ। ঘটনায় দুই তালিবান বাহিনীর সদস্য ও দুই স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও দুই স্থানীয় বাসিন্দা।
নানঘরকর প্রদেশের তালিবানের সাংস্কৃতিক আধিকারিক মহাম্মদ হানিফ জানান, গতকাল দুপুরেই আচমকা হামলা চালায় ওই বন্দুকবাজ। তালিববাহিনীর সঙ্গে জোরদার গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে দুই তালিবানি যোদ্ধার মৃত্যু হয়েছে। ওই বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালানোয় দুই স্থানীয় বাসিন্দার মৃত্যু ও দুইজন আহতও হন।
স্থানীয় তালিব প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গুলির আঘাতে যে দুজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন ছিলেন নানঘরকর জেলার কৃষিবিভাগের প্রাক্তন মুখপাত্র সইদ মারুফ সাদাত। তাঁর খুড়তুতো ভাই শরিফ সাদাত জানান, এপি সাদাতের ছেলেও গতকালের হামলায় আহত হয়েছেন। এছাড়াও পথচলতি আরও এক ব্যক্তির মৃত্যু ও একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
আফগানিস্তানের ক্ষমতা দখলের পরই তালিবানের নতুন শত্রু হয়ে উঠেছে আইসিস-কে। দুই জঙ্গিগোষ্ঠীই ইসলামিক আইনে বিশ্বাসী হলেও আইসিস-কে আরও চরমপন্থী। তারা আধুনিক শরিয়া আইন নয়, ইসলাম ধর্মের সূচনায় যে শরিয়া আইন ছিল, তা প্রয়োগ করতে চায়। তারা ইসলামিক আইন কেবল আফগানিস্তানেই নয়, সমগ্র এশিয়া জুড়ে ছড়িয়ে দিতে চায়।
আরও পড়ুন : Taliban: বিস্ফোরণের পর এ বার বন্দুকবাজের হামলা, জালালাবাদে ফের নিশানা তালিবানই, মৃত কমপক্ষে ৪