AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Golden Horse: সোনার ঘোড়া! শুধু রূপে নয়, এই ঘোড়ার গুণ শুনলে আপনি চমকে যাবেন

Akhal Teke: পৃথিবীর ইতিহাসে যে সকল প্রজাতির ঘোড়া নিয়ে চর্চা হয়েছে সবথেকে বেশি, তাদের মধ্যে অন্যতম আখাল-টেকে।

| Edited By: | Updated on: May 16, 2022 | 6:04 PM
Share
আখাল-টেকে ঘোড়া। পৃথিবীর ইতিহাসে যে সকল প্রজাতির ঘোড়া নিয়ে চর্চা হয়েছে সবথেকে বেশি, তাদের মধ্যে অন্যতম আখাল-টেকে। দুরন্ত গতি, ক্ষিপ্রতা, সহ্যক্ষমতা, বুদ্ধিমত্তা এবং অবশ্যই সৌন্দর্য। মানুষের কাছে যুগ যুগ ধরে আকর্ষণীয় করে তুলেছে এই ঘোড়াকে।

আখাল-টেকে ঘোড়া। পৃথিবীর ইতিহাসে যে সকল প্রজাতির ঘোড়া নিয়ে চর্চা হয়েছে সবথেকে বেশি, তাদের মধ্যে অন্যতম আখাল-টেকে। দুরন্ত গতি, ক্ষিপ্রতা, সহ্যক্ষমতা, বুদ্ধিমত্তা এবং অবশ্যই সৌন্দর্য। মানুষের কাছে যুগ যুগ ধরে আকর্ষণীয় করে তুলেছে এই ঘোড়াকে।

1 / 8
পৃথিবীর অন্যতম আকর্ষণীয় এই ঘোড়ার উৎপত্তি প্রায় তিন হাজার বছর আগে। মধ্য এশিয়ার তুর্কেমেনিস্তানেই এই প্রজাতির উৎপত্তি বলে জানা যায়। যদি তা নিয়ে লিখিত ইতিহাস নেই। কিন্তু সে দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনায় এই ঘোড়ার উল্লেখ পাওয়া যায়।

পৃথিবীর অন্যতম আকর্ষণীয় এই ঘোড়ার উৎপত্তি প্রায় তিন হাজার বছর আগে। মধ্য এশিয়ার তুর্কেমেনিস্তানেই এই প্রজাতির উৎপত্তি বলে জানা যায়। যদি তা নিয়ে লিখিত ইতিহাস নেই। কিন্তু সে দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনায় এই ঘোড়ার উল্লেখ পাওয়া যায়।

2 / 8
রুক্ষ এলাকার প্রজাতি হওয়ার জন্য়ই এই ঘোড়ার সহনক্ষমতা ও ক্ষিপ্রতা অনেক বেশি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। সে জন্য় মধ্য এশিয়ার রাজাদের আস্তাবলে সবসময়ই আখাল-টেকে সম্মানের সঙ্গে জায়গা করে নিয়েছে।

রুক্ষ এলাকার প্রজাতি হওয়ার জন্য়ই এই ঘোড়ার সহনক্ষমতা ও ক্ষিপ্রতা অনেক বেশি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। সে জন্য় মধ্য এশিয়ার রাজাদের আস্তাবলে সবসময়ই আখাল-টেকে সম্মানের সঙ্গে জায়গা করে নিয়েছে।

3 / 8
রুক্ষ পরিবেশে আখাল-টেকের ক্ষমতা নিয়ে একটি গল্পের কথা খুব শোনা যায়। তুর্কেমেনিস্তানের এক দল উপজাতি তুর্কেমেনিস্তান থেকে প্রায় আড়াই হাজার মাইল পাড়ি দিয়েছিল ঘোড়ায় চড়ে। আখাল-টেকে মাত্র ৮৪ দিনে সেই পথ পাড়ি দিয়েছিল। এর মধ্যে কারাকুম মরুভূমিও পেরোতে হয়েছিল তাঁদের। ২২৫ মাইল মরু রাস্তা মাত্র তিন দিনে পার করেছিল এই আখাল-টেকে। সেই অভিযানে অন্যান্য় প্রজাতির ঘোড়ার মৃত্যু হলেও সুস্থ ছিল এই প্রজাতির ঘোড়া।

রুক্ষ পরিবেশে আখাল-টেকের ক্ষমতা নিয়ে একটি গল্পের কথা খুব শোনা যায়। তুর্কেমেনিস্তানের এক দল উপজাতি তুর্কেমেনিস্তান থেকে প্রায় আড়াই হাজার মাইল পাড়ি দিয়েছিল ঘোড়ায় চড়ে। আখাল-টেকে মাত্র ৮৪ দিনে সেই পথ পাড়ি দিয়েছিল। এর মধ্যে কারাকুম মরুভূমিও পেরোতে হয়েছিল তাঁদের। ২২৫ মাইল মরু রাস্তা মাত্র তিন দিনে পার করেছিল এই আখাল-টেকে। সেই অভিযানে অন্যান্য় প্রজাতির ঘোড়ার মৃত্যু হলেও সুস্থ ছিল এই প্রজাতির ঘোড়া।

4 / 8
প্রবল সহ্যক্ষমতা থাকলেও বর্তমানে এই প্রজাতির ঘোড়ার সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। অষ্টাদশ শতক থেকেই কমছে এই ঘোড়ার সংখ্যা। বর্তমানে সারা পৃথিবীতে এই ঘোড়া রয়েছে সাত হাজারেরও কম। ইতিমধ্যেই সংরক্ষণের জন্য বিশেষ তালিকাভুক্ত করা হয়েছে এই ঘোড়াকে। যদিও বিভিন্ন দেশে এই প্রজাতির ঘোড়াকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রবল সহ্যক্ষমতা থাকলেও বর্তমানে এই প্রজাতির ঘোড়ার সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। অষ্টাদশ শতক থেকেই কমছে এই ঘোড়ার সংখ্যা। বর্তমানে সারা পৃথিবীতে এই ঘোড়া রয়েছে সাত হাজারেরও কম। ইতিমধ্যেই সংরক্ষণের জন্য বিশেষ তালিকাভুক্ত করা হয়েছে এই ঘোড়াকে। যদিও বিভিন্ন দেশে এই প্রজাতির ঘোড়াকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

5 / 8
তুর্কেমেনিস্তানও আখাল-টেকের সংরক্ষণের ব্য়াপারে বিশেষ উদ্যোগী হয়েছে। আখাল-টেকই সে দেশের জাতীয় ঘোড়া। সে দেশের মুদ্রা, ডাকটিকিটেও জায়গা করে নিয়েছে এই প্রজাতির ঘোড়া। এই ঘোড়ার প্রজননের জন্যও বিশেষ ব্যবস্থা নিয়েছে মধ্য এশিয়ার এই দেশ।

তুর্কেমেনিস্তানও আখাল-টেকের সংরক্ষণের ব্য়াপারে বিশেষ উদ্যোগী হয়েছে। আখাল-টেকই সে দেশের জাতীয় ঘোড়া। সে দেশের মুদ্রা, ডাকটিকিটেও জায়গা করে নিয়েছে এই প্রজাতির ঘোড়া। এই ঘোড়ার প্রজননের জন্যও বিশেষ ব্যবস্থা নিয়েছে মধ্য এশিয়ার এই দেশ।

6 / 8
প্রাচীন কালে দৌড় প্রতিযোগিতার জন্য ব্যবহার করা হত এই প্রজাতির ঘোড়া। হেরোডোটাস ছাড়াও রোমান সভ্যতার বিভিন্ন ঐতিহাসিকের লেখাতেও আখাল-টেকের উল্লেখ পাওয়া যায়।  সে জন্যেই উন্নতমানের ব্রিডের জন্য আকাল-টেকেকে ব্যবহার করা হয়। বার্লি, তুর্কের মতো বেশ কয়েকটি প্রজাতির ঘোড়া তৈরি হয়েছে আখাল-টেকেকে ব্যবহার করে।

প্রাচীন কালে দৌড় প্রতিযোগিতার জন্য ব্যবহার করা হত এই প্রজাতির ঘোড়া। হেরোডোটাস ছাড়াও রোমান সভ্যতার বিভিন্ন ঐতিহাসিকের লেখাতেও আখাল-টেকের উল্লেখ পাওয়া যায়। সে জন্যেই উন্নতমানের ব্রিডের জন্য আকাল-টেকেকে ব্যবহার করা হয়। বার্লি, তুর্কের মতো বেশ কয়েকটি প্রজাতির ঘোড়া তৈরি হয়েছে আখাল-টেকেকে ব্যবহার করে।

7 / 8
সৌন্দর্যের জন্যও যুগ যুগ ধরে মানুষের প্রিয় হয়েছে আখাল-টেকে। এই ঘোড়ার শরীর এতটাই মসৃণ, দেখলে মনে হয় ধাতব পাতে মোড়া রয়েছে এর শরীর। তাতে সূর্যের আলো পড়লে এতটাই চকচক করে, যে চোখ ফেরানো যায় না। এই কারণে উচ্চপদস্থ অফিসার ও রাজাদের মধ্যে এই ঘোড়া উপহার দেওয়ার রেওয়াজ চালু ছিল। গোল্ডেন হর্স নামেও অনেকে ডেকে থাকেন আখাল টেকেকে।

সৌন্দর্যের জন্যও যুগ যুগ ধরে মানুষের প্রিয় হয়েছে আখাল-টেকে। এই ঘোড়ার শরীর এতটাই মসৃণ, দেখলে মনে হয় ধাতব পাতে মোড়া রয়েছে এর শরীর। তাতে সূর্যের আলো পড়লে এতটাই চকচক করে, যে চোখ ফেরানো যায় না। এই কারণে উচ্চপদস্থ অফিসার ও রাজাদের মধ্যে এই ঘোড়া উপহার দেওয়ার রেওয়াজ চালু ছিল। গোল্ডেন হর্স নামেও অনেকে ডেকে থাকেন আখাল টেকেকে।

8 / 8