ক্যামেরায় ধরা পড়ল বান্ধবীর সঙ্গে গল্পে মেতে আসরাফ ঘানির মেয়ে মরিয়ম, কোথায় তিনি?
আমেরিকাতেই বড় হয়েছেন মরিয়ম। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি।
নিউ ইয়র্ক: তালিবান কাবুল দখল করার অব্যবহিত পরেই দেশ ছেড়েছেন আসরাফ ঘানি। প্রেসিডেন্ট পদে ইস্তফা দিয়েই দেশ ছেড়েছেন তিনি। তাঁর আফগানিস্তান ছাড়ার ঘটনা নিয়ে অনেক গুজবও তৈরি হয় কেউ কেউ বলেন চপার ভর্তি তাকা নিয়ে নাকি দেশ ছেড়েছেন তিনি। আরব আমিরশাহীতে গিয়ে যদিও ভিডিয়ো বার্তায় সে সব গুজব উড়িয়ে জবাব দিয়েছেন ঘানি। আর এ বার ক্যামেরাবন্দি হলেন তাঁর মেয়ে। রাস্তায় বান্ধবীর সঙ্গে গল্পে রত আসরাফ ঘানির মেয়ে মরিয়াম ঘানি।
আফগানিস্তান জুড়ে চরম যখন চরম অস্থিরতা, তখন নিউ ইয়র্কের রাস্তায় হাঁটতে দেখা গেল মরিয়াম ঘানিকে। তালিবানের কাবুল দখলের কয়েকদিন পরই নিউ ইয়র্কের রাস্তায় দেখা গিয়েছে তাঁকে। বছর ৪২-এর বছরের মরিয়াম এক বান্ধবীকে সঙ্গে নিয়ে রাস্তায় ঘুরছিলেন। ব্রুকলিনের রাস্তায় সম্প্রতি দেখা গিয়েছে তাঁকে। এই শহরেই তিনি বড় হয়েছেন বলে জানা যায়। ক্যামেরায় দেখা গিয়েছে, রাস্তা ধারে হাঁটছেন তিনি, সঙ্গে তাঁর এক বান্ধবী। পেশায় চিত্র পরিচালক মরিয়াম এক বিলাসবহুল বিল্ডি-এ বাস করেন বলে জানা যায়। ক্লিন্টন হিল এলাকায় থাকেন তিনি।
সম্প্রতি তালিবানদের দখদারির পর একটি ইন্সটাগ্রামের পোস্টে ক্ষোভ উগরে দেন তিনি। সেই সঙ্গে আত্মীয়, বন্ধুদের জন্য উদ্বেগও প্রকাশ করেন। তিনি লিখেছিলেন যে, তিনি অত্যন্ত ক্ষুব্ধ ও পরিবারের জন্য অত্যন্ত চিন্তিত। আফগানিস্তানের থেকে যাওয়া বন্ধু ও সহকর্মীদের জন্য চিন্তিত বলেও জানান তিনি। গত সোমবার তালিবানের হাতে কাবুলের দখলদারি চলে যাওয়ার পরে ইন্সটাগ্রামে মরিয়ম লিখেছিলেন, ‘আমি অত্যন্ত ক্ষুব্ধ। আমার পরিবারের জন্য খুব চিন্তা হচ্ছে।’ তিনি জানিয়েছিলেন যে বন্ধু ও সহকর্মীদের সাহায্য করার জন্য মরিয়া চেষ্টা করছেন তিনি।
এই ব্রুকলিন শহরেই জন্মেছেন মরিয়ম, বড় হয়েছেন মেরিল্যান্ডে। আমেরিকাতেই তাঁর ভিজ্যুয়াল আর্টসের কেরিয়ার শুরু হয়। নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে তিনি ভিজ্যুয়াল আর্টস নিয়ে পড়াশোনা করেন সেখানে। বিশ্বের একাধিক মিউজিয়ামে তাঁর বেশ কিছু কাজ প্রদর্শিত হয়। জানা যায়, বর্তমানে ভেরমন্টে বেনিংটন কলেজে পড়ান তিনি। আফগানিস্তানে যে সব ছবির কাজ শুরু হয়েছিল কিন্তু শেষ হয়নি, সে সব সিনেমার কাজ শুরু হয়েছিল কিন্তু শেষ হয়নি, সেগুলি নিয়ে একটি তথ্যচিত্র বানিয়েছেন মরিয়ম, যার নাম ‘হোয়াট উই লেফট আনফিনিশড’।
কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরশাহির তরফে জানানো হয়েছে যে মানবিকতার খাতিরে সেখানেই আশ্রয় দেওয়া হয়েছে আসরাফ ঘানিকে। সেই খবর প্রকাশ্যে আসার পর একটি ভিডিয়ো বার্তায় দেশ ছাড়ার পর প্রথম মৌনতা ভাঙে ঘানি জানিয়েছেন রক্তপাত এড়াতেই কাবুল ছেড়েছেন তিনি। সেই সঙ্গে টাকা নিয়ে দেশ ছাড়ার যে গুজব তৈরি হয়েছে তা মিথ্যা বলেও উড়িয়ে দিয়েছেন তিনি।
আরও পড়ুন: তালিবানদের নজর এড়িয়ে ভোরেই উড়ান বায়ুসেনার, দেশে ফিরছে আরও ৮৫ ভারতীয়