মাদক পাচারকারীদের তল্লাশিতে গিয়ে ‘শ্যুটআউট’, পুলিশ অফিসার-সহ মৃত্যু ২৫ জনের

সিনেমার কায়দায় পুলিশের হাত থেকে বাঁচতে এক ছাদ থেকে অন্য ছাদে ছুটে পালানোর চেষ্টা করছিল মাদক পাচারকারীরা। তারপরই শুরু হয় গোলাগুলি

মাদক পাচারকারীদের তল্লাশিতে গিয়ে 'শ্যুটআউট', পুলিশ অফিসার-সহ মৃত্যু ২৫ জনের
এ ভাবেই পালাচ্ছিল ড্রাগ পাচারকারীরা
Follow Us:
| Updated on: May 07, 2021 | 8:14 AM

রিও ডে জেনেইরো: অপ্রাপ্ত বয়স্কদের ড্রাগ পাচারের কাজে লাগানো হচ্ছে। এমন খবর শুনেই এলাকায় তল্লাশি চালাতে যায় পুলিশ। আর তার একেবারে হলিউডি ছবর কায়দায় এক ছাদ থেকে অন্য ছাদ পেরিয়ে পালাতে থাকে মাদক পাচারকারীরা। এরপরই গুলি চালানো শুরু করে পুলিশ। আর সেই শ্যুটআউটে মৃত্যু হল ২৫ জনের। মাদক পাচারকারী ছাড়াও মৃতদের মধ্যে রয়েছেন এক পুলিশ অফিসারও। ব্রাজিলের রিও ডে জেনেইরো শহরের ঘটনা। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন ঘটনার কথা।

রিও ডে জেনেইরো শহরের ফাভেলা এলাকায় তল্লাশি চালাতে যায় পুলিশ। পুলিশ এক অফিসারের মৃত্যুর খবর প্রকাশ করেছে। গোলাগুলিতে মৃত্যু হয়েছে পুলিশ ইন্সপেক্টর আন্দ্রে লিওনার্দো দে মেলো ফ্রায়াস। পুলিশ ফেসবুকে তঁার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে লিখেছেন, ‘তিনি নিজের পেশাকে ভালোবাসতেন।’ এর আগে পুলিশি তল্লাশি চালাতে গিয়ে এত সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেনি এই শহরে। জানা গিয়েছে, এই তল্লাশিতে যাদের টার্গেট করা হয়েছল তারা খুন, অপহরণের মতো ঘটনার সঙ্গেও যুক্ত ছিল।

কী বলছেন বাসিন্দারা?

সোশ্যাল মিডিয়ায় আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। মেট্রোর দুই যাত্রীর গায়েও গুলি লেগেছিল বলে জানা গিয়েছে, যদিও প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা। এলাকার বাসিন্দা একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, দুই অপরাধীর রক্তাক্ত দেহ পড়ে আছে। বাড়ি ছেড়ে পালাতে চান বলেও জানিয়েছেন ওই ব্যক্তি। তিনি লিখেছেন, ‘যত দ্রুত সম্ভব আমরা এলাকা ছেড়ে পালাতে চাই। আমরা এখানে বাস করতে পারব না।’

সমাজ বিজ্ঞানের অধ্যাপক ইগনাসিও ক্যানি যদিও পুলিশের দাবি মানতে নারাজ। তাঁর মতে, ড্রাগ পাচারের কাজে শিশুদের যুক্ত করা কোনও নতুন ঘটনা নয়। এ কথা প্রত্যেকেরই জানা যে শিশুদের কাজে লাগায় এরা। তাই হঠাৎ খবর পেয়ে এলাকায় এসে গোলাগুলি চালানোর দাবি খুবই হাস্যকর বলে মনে করছেন তিনি।