British MP: রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রচার ‘পক্ষপাতদুষ্ট’, ব্রিটিশ সাংসদের তোপের মুখে BBC
BBC Telecast: দেশের পাশাপাশি বিদেশি সংবাদমাধ্যম BBC-ও সেই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রচার করেছে। যা নিয়ে এবার ঋষি সুনক দলের সাংসদের কটাক্ষের মুখে পড়েছে এই ব্রিটিশ সংবাদমাধ্যম (BBC)। অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রচার 'পক্ষপাতমূলক কভারেজ' বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকবার্ন।
লন্ডন: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন কেবল দেশ নয়, গোটা বিশ্বের কাছে নজির সৃষ্টি করেছে। দেশের পাশাপাশি বিদেশি সংবাদমাধ্যম BBC-ও সেই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রচার করেছে। যা নিয়ে এবার ঋষি সুনক দলের সাংসদের কটাক্ষের মুখে পড়েছে এই ব্রিটিশ সংবাদমাধ্যম (BBC)। অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রচার ‘পক্ষপাতমূলক কভারেজ’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকবার্ন।
ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়েই বক্তৃতার সময় বব ব্ল্যাকম্যান বলেন, “গত সপ্তাহে উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল। এটা সমগ্র বিশ্বের হিন্দুদের কাছে একটা বড় জয়। কিন্তু, এটা খুব দুঃখজনক যে, বিবিসি তাদের সম্প্রচারের সময় জানিয়েছে, এটি একটি মসজিদ ধ্বংসের স্থান ছিল। তারা এই সত্যটি ভুলে গিয়েছে যে, এটি হওয়ার আগে ২০০০ ছরেরও বেশি সময় ধরে এটি একটি মন্দির ছিল। এছাড়া শহরের সংলগ্ন এলাকায় মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জায়গাওবরাদ্দ করা হয়েছে।”
বিবিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ব্ল্যাকবার্ন আরও বলেন, “সারা বিশ্বে আসলে যা ঘটছে তার পক্ষপাতহীন তথ্য সম্প্রচার করতে ব্যর্থ হচ্ছে।” এই বিষয়ে আলোচনার জন্য সুনক সরকারের কাছে সময়ও চেয়েছেন তিনি।
পার্লামেন্টে দাঁড়িয়ে তীব্র সমালোচনার পাশাপাশি নিজের এক্স হ্যান্ডেলেও বিবিসি-র রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্ল্যাকম্যান। তিনি বলেন, “রামমন্দির উদ্বোধন নিয়ে বিবিসি যেভাবে সম্প্রচার করেছে সেটা নিয়ে উদ্বিগ্ন অন্যান্য সাংসদরাও। কারণ বিবিসি সম্প্রচারের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়েছে।” সারা বিশ্বে যা চলছে তার নিরপেক্ষ সম্প্রচার বিবিসি-কে করতে হবে বলেও উল্লেখ করেছেন সুনক সরকারের সাংসদ।
প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বিভিন্ন ধর্মের প্রধানরা ছাড়াও উপস্থিত ছিলেন রাজনীতিক, কূটনীতিক, ব্যবসায়ী, শিল্পপতি, তারকা, খেলোয়াড় থেকে কয়েক হাজার বিশিষ্ট ব্যক্তি। সবমিলিয়ে, রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এক গ্র্যান্ড সেরিমনির আয়োজন হয়েছিল অযোধ্যায়।