Bizarre: জুতোর ফিতে দিয়ে তৈরি কানের দুল! দাম শুনলে চমকে যাবেন
Earrings: ব্যালেনসিয়াগা নামের এক সংস্থা তৈরি করেছে বিশেষ ধরনের কানের দুল। জুতোর ফিতে দিয়ে তৈরি করা হয়েছে এই দুল।
প্যারিস: বিভিন্ন ধরনের কানের দুল পরেন মহিলারা। সোনার পাশাপাশি বিভিন্ন ধাতুর কানের দুল পাওয়া যায় বাজারে। কসমেটিক্সের দোকনের পাশাপাশি গ্রাম বাংলার বিভিন্ন মেলাতেও কানের দুলের বৈচিত্র কম থাকে না। কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক এক ফ্যাশন কোম্পানি নতুন এক ধরনের কানের দুল এনেছেন বাজারে। তা দেখে নেটিজেনদের তো মাথায় হাত। কানের দুল যে এরকম হতে পারে তা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তাঁরা। ওই দুল নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। পাশাপাশি এই কানের দুলের দাম নিয়েও আলোচনা করছেন তাঁরা।
ব্যালেনসিয়াগা নামের এক সংস্থা তৈরি করেছে বিশেষ ধরনের কানের দুল। জুতোর ফিতে দিয়ে তৈরি করা হয়েছে এই দুল। কালো রঙের জুতোর ফিতে দিয়ে তা তৈরি করা হয়েছে। জুতোর ফিতে বেঁধে রাখার পর যেমন দেখতে লাগে এই কানের দুলও দেখতে অনেকটা সে রকমই। জুতোর ফিতের সঙ্গে লাগানো রয়েছে একটি হুক। সেই হুকের মাধ্যমে কানে পরতে হবে এই দুল। ব্যালেনসিয়াগা নামের ওই সংস্থা নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করেছে ওই দুলের ছবি।
পলেস্টারের জুতোর ফিরের কানের দুলের দাম শুনলে ভিরমি খাওয়া স্বাভাবিক। ওই সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই দুলের দাম প্রায় ২৬১ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০ হাজার ৮০০ টাকা।
এই দুল দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ লিলেছেন, “ফালতু জিনিস বন্ধ করুন।“ অন্য এক জন লিখেছেন, “ধনীদের ছেলেমেয়েদের কানেই এই দুল ভাল লাগবে।“ কেউ লিখেছেন, “ধনীদের পয়সা এ ভাবে লুটে ভালই করছে ব্যালেনসিয়াগা।“ সপ্তাহখানেক আগেই ব্যালেনসিয়াগা একটি ব্যাগ লঞ্চ করেছিল। যে ব্যাগের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ টাকা। এক নেটিজেন বলেছেন, “১ লক্ষের ব্যাগের সঙ্গে ২১ হাজারের দুল ভাল মানবে।”