Khaleda Zia: মুক্তি পেলেন খালেদা জিয়া, বাংলাদেশে নতুন অধ্যায় এবার?
Bangladesh: ২০১৮ সাল থেকে জেলবন্দি ছিলেন খালেদা। জিয়া চ্যারিটেবল ট্রাস্টে আর্থিক তছরূপের অভিযোগ ওঠে খালেদা জিয়ার নামে। সেই মামলায় ১৭ বছরের জন্য কারাবন্দি করা হয় খালেদাকে। ২ বছরের বেশি সময় জেলেই ছিলেন খালেদা।
ঢাকা: অশান্ত বাংলাদেশে মুক্তি পেলেন বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপি নেত্রী খালেদা জিয়া। সংবাদসংস্থা এএফপি এই খবর জানিয়েছে। ২০১৮ সাল থেকে জেলবন্দি ছিলেন খালেদা। জিয়া চ্যারিটেবল ট্রাস্টে আর্থিক তছরূপের অভিযোগ ওঠে খালেদা জিয়ার নামে। সেই মামলায় ১৭ বছরের জন্য কারাবন্দি করা হয় খালেদাকে। ২ বছরের বেশি সময় জেলেই ছিলেন খালেদা।
যদিও তারপর গুলশনের বাড়িতে গৃহবন্দি ছিলেন খালেদা জিয়া। অবশ্য অসুস্থতার কারণে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। সোমবারই খালেদা-মুক্তির ঘোষণা করেন বাংলাদেশের রাষ্ট্রপতি। মঙ্গলবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।
BREAKING Bangladesh ex-PM and opposition leader Khaleda Zia freed: party spokesman pic.twitter.com/GFpVIRsFmv
— AFP News Agency (@AFP) August 6, 2024
বাংলাদেশে সংরক্ষণ বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের আগুনে আপাতত পুড়ছে সে দেশ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে আসেন। আর এরপরই বেগম খালেদার মুক্তি নিয়ে জল্পনা শুরু হয়েছিল। বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন সাক্ষাৎ করেন সে দেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। এরপরই ঘোষণা করা হয় খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন। সেইমতোই এদিন মুক্তি পান তিনি। সংবাদসংস্থা এএফপিকে বিএনপির মুখপাত্র একেএম ওয়াহিদুজ্জামান জানান, “তিনি এখন মুক্ত।”