Nadia: ‘গাড়ি নেই অ্যাম্বুলেন্সে ইন্ডিয়া বর্ডারে এসেছি…’, গেদে সীমান্তে বাড়ছে লাইন

Nadia: বাংলাদেশ থেকে আগত এক ব্য়ক্তি বলেন, "বাংলাদেশ থেকে অ্যাম্বুলেন্সে করে এসেছি। অন্য গাড়ি আসেনি। চিকিৎসা করাতেই হত। তাই ভারতে আসছি। ওইখানকার পরিস্থিতি খুবই খারাপ। রাস্তায় গাড়ি নেই। অর্ধেকের বেশি পুড়িয়ে দিচ্ছে।"

Nadia: 'গাড়ি নেই অ্যাম্বুলেন্সে ইন্ডিয়া বর্ডারে এসেছি...', গেদে সীমান্তে বাড়ছে লাইন
গেদে সীমান্তে লাইনImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2024 | 2:13 PM

নদিয়া: কেউ এসেছেন চিকিৎসা করাতে। কেউ বা এসেছেন প্রয়োজনে। কিন্তু এর মধ্যেই যে এমন অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে তা আন্দাজও কেউ করতে পারেননি। ভারত থেকে আতঙ্কে ঘরে ফিরছেন বাংলাদেশিরা। অনেকেরই শেষ হচ্ছে ভিসার মেয়াদ। তাই এক প্রকার বাধ্য হয়েই ফিরছেন বাড়ি। অনেকে আবার বাংলাদেশ থেকে আসছেন খুবই প্রয়োজনে। আর গেদে সীমান্তে ধরা পড়ল ঠিক এমনই ছবি।

বাংলাদেশ থেকে আগত এক ব্য়ক্তি বলেন, “বাংলাদেশ থেকে অ্যাম্বুলেন্সে করে এসেছি। অন্য গাড়ি আসেনি। চিকিৎসা করাতেই হত। তাই ভারতে আসছি। ওইখানকার পরিস্থিতি খুবই খারাপ। রাস্তায় গাড়ি নেই। অর্ধেকের বেশি পুড়িয়ে দিচ্ছে।”

প্রায় বারো দিন ধরে বন্ধ রয়েছে মৈত্রী এক্সপ্রেস। তারপর থেকে বন্ধ। সীমান্ত সিল করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই পরিস্থিতির মধ্যেও দু’একজন আসছেন ভারতে নিতান্তই বাধ্য হয়ে। এক প্রকার চিকিৎসার জন্যই তাদের আসতে হচ্ছে এখানে। এ দিকে, টালমাটাল পরিস্থিতির জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বিএসএফ-এর পক্ষ থেকে। রেললাইন দিয়ে হেঁটে হেঁটে কেউ যাতে ভারতে প্রবেশ করতে না পারে সেই কারণে রেল লাইনের উপরে বন্ধ করে দেওয়া হয়েছে গেটের সীমানা। কিন্তু তারপরও দেখা যাচ্ছে কিন্তু মানুষ একপ্রকার বাধ্য হয়েই চলে আসছেন ভারতে।