AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Election: মোদীর বার্তা নিয়ে হাসিনার কাছে প্রণয় ভার্মা, দেখা করল চিনা রাষ্ট্রদূতও

Bangladesh Election: সোমবার (৮ ডিসেম্বর) সকালে নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই, এদিন শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ভারত সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তিনি বাংলাদেশি প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে পাশে থাকার বার্তা দিয়েছেন আরও ৬ দেশের রাষ্ট্রদূতরা।

Bangladesh Election: মোদীর বার্তা নিয়ে হাসিনার কাছে প্রণয় ভার্মা, দেখা করল চিনা রাষ্ট্রদূতও
বাংলাদেশের সংবাদপত্রে হাসিনার জয়Image Credit: PTI
| Updated on: Jan 08, 2024 | 5:30 PM
Share

ঢাকা: বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামি লিগ। যে ২৯৯ আসনে ভোট হয়েছে, তার মধ্যে ২২২ আসনেই জয়ী হয়েছে শেখ হাসিনার দল। এছাড়া, ১১ আসনে জয়ী হয়েছে জাতীয় পার্টি এবং ৬২ আসনে জিতেছেন নির্দল প্রার্থীরা। এই নির্দল প্রার্থীদের অনেকেই আওয়ামি লিগেরই নেতা। নির্বাচনকে প্রতিযোগিতামূলক করে তুলতে দলের নেতাদের নির্দল হিসেবে দাঁড়াতে নির্দেশ দিয়েছিলেন হাসিনা। তবে, নির্বাচনকে বয়কট করেছিল, সেই দেশের প্রধান বিরোধী শক্তি বিএনপি। নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। তবে, শেষ হাসিনা প্রশাসনের পাশেই দাঁড়ালো ভারত-সহ বিশ্বের অন্তত ৭টি দেশ। জয়ের পরই হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এই ৭ দেশের রাষ্ট্রদূতেরা।

সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৮ ডিসেম্বর) সকালে নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই, এদিন শেখ হাসিনার সঙ্গে দেখা করেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এদিন সকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, ‘গণভবনে’ যান। ভারত সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তিনি বাংলাদেশি প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। হাসিনা প্রশাসনেক নতুন মেয়াদে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সমৃদ্ধশালী ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন প্রণয় ভার্মা।

ভারতীয় হাইকমিশনার ছাড়াও, এদিন গণভবনে এসে শেষ হাসিনার সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত চিনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-ও। হাসিনা প্রশাসনের প্রতি সমর্থন জানিয়ে, চিনও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার বার্তা দিয়েছে। নির্বাচনে হাসিনার জয়ের কারণে, চিনা রাষ্ট্রপতি শি জিনপিং-এর অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দিয়েছেন চিনা রাষ্ট্রদূত।

ভারত ও চিন ছড়াও, সোমবার সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়া, ভুটান, ফিলিপাইন্স, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরাও। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন আগা খান ডিপ্লোম্যাটিক রিপ্রেজেনটেটিভের এক প্রতিনিধি দলও। তাঁদের অভিনন্দন বার্তা পেয়ে, হাসিনা, বিদেশি রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁদের সহযোগিতা কামনা করেছেন বলে জানিয়েছে, বাংলাদেশি প্রধানমন্ত্রীর প্রেস উইং।