Bangladesh Crisis: ভারতে আসার পথে ঢাকার বিমানবন্দরে আটক প্রাক্তন আইটি মন্ত্রী

Bangladesh Crisis: মঙ্গলবার (৬ অগস্ট), দুপুরে তিনি তাঁর দুই ব্যক্তিগত কর্তাকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করার সময় তিনি বিমানবন্দরের কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। বিমানে চড়ে তিনি ভারতে উড়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই তাঁকে আটক করা হয়।

Bangladesh Crisis: ভারতে আসার পথে ঢাকার বিমানবন্দরে আটক প্রাক্তন আইটি মন্ত্রী
আটক বাংলাদেশের প্রাক্তন আইটি মন্ত্রীImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Aug 06, 2024 | 6:00 PM

ঢাকা: দেশ ত্যাগের পথে গ্রেফতার বাংলাদেশের প্রাক্তন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (৬ অগস্ট), দুপুরে তিনি তাঁর দুই ব্যক্তিগত কর্তাকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করার সময় তিনি বিমানবন্দরের কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। বিমানে চড়ে তিনি ভারতে উড়ে যেতে চেয়েছিলেন। তাঁর সঙ্গে থাকা কর্মকর্তারা নেপালে যেতে চেয়েছিলেন। কিন্তু নেপালে চলে যেতে চেয়েছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু, বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁদের বিমানে উঠতে দেননি। তাঁদের প্রাথমিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষের হেফাজতেই রাখা হয়। পরে প্রাক্তন মন্ত্রীকে আটক করে বায়ুসেনার কর্তারা। সূত্রের খবর, জুনাইদ আহমেদ পলকের দুই ব্যক্তিগত কর্মকর্তাকে আটক করা না হলেও তাঁদেরও বিমনবন্দর থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

গ্রেফতার করা হয়েছে হাসিনা সরকারের আরেক মন্ত্রীকেও। বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী মহম্মদ হাসান মাহমুদকেও গ্রেফতার হয়েছেন বলে খবর রয়েছে। তবে, কোন বাহিনী তাঁকে গ্রেফতার করেছে, তা এখনও জানা যায়নি।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে