Sheikh Hasina: বাবার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন হাসিনার, সঙ্গে আওয়ামী লীগের গোটা কমিটি

Sheikh Hasina: শনিবার বাবার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জে এ দিন একাধিক প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি।

Sheikh Hasina: বাবার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন হাসিনার, সঙ্গে আওয়ামী লীগের গোটা কমিটি
শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন হাসিনার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2023 | 4:53 PM

ঢাকা: গত মাসেই আওয়ামী লীগের (Awami League) সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। দশবারের জন্য পরপর দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর শনিবার পুরো কমিটি নিয়ে বাবা শেখ মুজিবরের সমাধি সৌধে গেলেন হাসিনা। সেখানে বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবর রহমানের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের পুরো কমিটির সদস্যরা। এদিন বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি।

শেখ হাসিনার গ্রামের বাড়ি গোপালগঞ্জ। সেখানেই শনিবার তিনি ২৭ টি প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও একটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এই ২৮ টি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় শত কোটি টাকা। এই ২৮টি প্রকল্পের মধ্যে ১৯ টি প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বাকি ৯টি প্রকল্পের বাস্তবায়নে খরচ জুগিয়েছে শিক্ষা ও গণপূর্ত বিভাগ। নিজের গ্রামের বাড়িতে দু’দিনের সফরকালে শেখ হাসিনার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা সহ পরিবারের বাকি সদস্যরাও।

এ দিন আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, সামনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত তাঁরা। সামনে কঠিন দিন আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে আওয়ামী লীগ। তবে এই কঠিন সময় পাড় করতে দলের নেতা কর্মী ও দলের প্রধান শেখ হাসিনা প্রস্তুত বলে দলের তরফে জানানো হয়েছে। এ দিন এর পরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভায়ও অংশ নেন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের নব নির্বাচিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় যোগ দেওয়ার কথা শেখ হাসিনার। বিকেলে তিনি রাজধানী ঢাকার উদ্দেশে গোপালগঞ্জ থেকে রওনা দেবেন।