ফেসবুক হোক বা টুইটার, বিভিন্ন প্ল্যাটফর্মে লিয়ার প্রোফাইলে ঘুরলেই দেখা যাবে তার নমুনা। একটি পোস্টে চোখে এক অদ্ভূত দর্শন চমশা পড়ে থাকতে দেখা গিয়েছে লিয়াকে। তবে লিয়ার মতে এটা আদতে কোনও চমশা নয়। তার আশা ভবিষ্যতে স্মার্টফোনের জায়গায় মানবসমাজে জায়গা করে নেবে স্মার্টগ্লাস। এমনকী রিয়েলটাইমে চালানো যাবে কথোপকথন। যে মানুষের সঙ্গে কথা হচ্ছে মনে হবে সে সত্যি সত্যিই চোখের সামনে হাজির হয়েছে। তবে শুধু এই পোস্টে নয়, আরও একাধিক পোস্টে ভবিষ্যৎ দর্শনের কথা বলেছে লিয়া। এমনকী ভবিষ্যতের পৃথিবী, মানুষের অভ্যাস, দৈনন্দিন যাপন কেমন হতে পারে তা নিয়েও নিজের নানা মত ব্যক্ত করেছে লিয়া।