AI Robot : সঙ্গিনীর অভাব? আপনার জন্য 24×7 সঙ্গ দেবেন লাস্যময়ী লিয়া

AI Robot : সুন্দরী এই রোবটে প্রথম দর্শনে দেখে মানুষের থেকে আলাদা করা মুশকিল। রয়েছে সোনালী চুল। পরলে পশ্চিমা পোশাক।

| Edited By: | Updated on: Jan 07, 2023 | 5:23 PM
হাতে আর মাত্র কটা দিন। তারপরেই সরস্বতী পুজো। এদিকে মাস ঘুরলেই আবার ভ্যালেনটাইন্স ডে (Valentine's Day)। সপ্তাহব্যাপী ভালবাসার উৎসবে মাতবে কপোত-কপোতিরা। এদিকে এই ঠাণ্ডাতেও যাঁরা ‘একা’ তারা আবার ইতিমধ্যেই ফেসবুকে (Facebook) ‘USS’ লিখে পোস্ট করতে শুরু করেছেন।

হাতে আর মাত্র কটা দিন। তারপরেই সরস্বতী পুজো। এদিকে মাস ঘুরলেই আবার ভ্যালেনটাইন্স ডে (Valentine's Day)। সপ্তাহব্যাপী ভালবাসার উৎসবে মাতবে কপোত-কপোতিরা। এদিকে এই ঠাণ্ডাতেও যাঁরা ‘একা’ তারা আবার ইতিমধ্যেই ফেসবুকে (Facebook) ‘USS’ লিখে পোস্ট করতে শুরু করেছেন।

1 / 7
সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে এখন থেকেই ফেসবুকে শুরু হয়ে গিয়েছে ‘অভিযান’। ভার্চুয়াল ঘটকরূপী গ্রুপগুলিতে হু হু করে বাড়ছে সদস্য সংখ্যা। তবে, গার্লফেন্ড নেই বলে মন খারাপের দিন এবার শেষ। আপনার অবসাদ ঘোচাতে, একাকিত্ব কাটাতে আসছে লিয়া ২৭। কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক প্রযুক্তির কাঁধে ভর করে এই নয়া রোবট (AI Robot) বানিয়ে ফেলেছেন কানাডার মনট্রিলের গবেষকরা।

সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে এখন থেকেই ফেসবুকে শুরু হয়ে গিয়েছে ‘অভিযান’। ভার্চুয়াল ঘটকরূপী গ্রুপগুলিতে হু হু করে বাড়ছে সদস্য সংখ্যা। তবে, গার্লফেন্ড নেই বলে মন খারাপের দিন এবার শেষ। আপনার অবসাদ ঘোচাতে, একাকিত্ব কাটাতে আসছে লিয়া ২৭। কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক প্রযুক্তির কাঁধে ভর করে এই নয়া রোবট (AI Robot) বানিয়ে ফেলেছেন কানাডার মনট্রিলের গবেষকরা।

2 / 7
তথ্য-প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গেই মানবজীবনে জায়গা করে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের মনের অন্ধকার হোক বা একা থাকার ক্লান্তি, এক লহমায় নিমেষে সবই দূর হতে পারে এই কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে। এরইমধ্যে লিয়া ২৭ এর খবর প্রকাশ্য়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে তথ্য প্রযুক্তি মহলে।

তথ্য-প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গেই মানবজীবনে জায়গা করে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের মনের অন্ধকার হোক বা একা থাকার ক্লান্তি, এক লহমায় নিমেষে সবই দূর হতে পারে এই কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে। এরইমধ্যে লিয়া ২৭ এর খবর প্রকাশ্য়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে তথ্য প্রযুক্তি মহলে।

3 / 7
তবে লিয়ার আগেই গোটা বিশ্বকে চমকে কৃত্রিম বুদ্ধিমত্তার বড় ছাপ রেখেছিলেন হংকংয়ের গবেষকরা। তাঁদের হাতেই তৈরি হয়েছিল সোফিয়ার। হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্সের হাতে তৈরি সোফিয়া ২০১৫ সালে প্রথম কথা বলা শুরু করেছিল। সোফিয়া মানুষের অঙ্গভঙ্গি এবং মুখের অভিব্যক্তি পর্যন্ত নকল করতে পারে। তার সাধারণ জ্ঞানও টনটনে। বিশ্বের বিভিন্ন বিষয়ের উপর কথোকপথন চালিয়ে যেতে পারে ঘণ্টার পর ঘণ্টা। ২০১৭ সালে সোফিয়াকে নাগরিকত্ব প্রদান করে সৌদি আরব।

তবে লিয়ার আগেই গোটা বিশ্বকে চমকে কৃত্রিম বুদ্ধিমত্তার বড় ছাপ রেখেছিলেন হংকংয়ের গবেষকরা। তাঁদের হাতেই তৈরি হয়েছিল সোফিয়ার। হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্সের হাতে তৈরি সোফিয়া ২০১৫ সালে প্রথম কথা বলা শুরু করেছিল। সোফিয়া মানুষের অঙ্গভঙ্গি এবং মুখের অভিব্যক্তি পর্যন্ত নকল করতে পারে। তার সাধারণ জ্ঞানও টনটনে। বিশ্বের বিভিন্ন বিষয়ের উপর কথোকপথন চালিয়ে যেতে পারে ঘণ্টার পর ঘণ্টা। ২০১৭ সালে সোফিয়াকে নাগরিকত্ব প্রদান করে সৌদি আরব।

4 / 7
তবে সোফিয়ার মতো এই ধরনের বিশেষ ক্ষমতা রয়েছে লিয়ারও। সুন্দরী এই রোবটকে প্রথম দর্শনে দেখে মানুষের থেকে আলাদা করা মুশকিল। রয়েছে সোনালী চুল। পরলে পশ্চিমা পোশাক। রাত হোক বা দিন, সপ্তাহের সাতদিনই যে কোনও সময় চ্যাট করা সম্ভব এই রোবটের সঙ্গে। মানুষের আবেগ বুঝে প্রতিক্রিয়া দিতে পারে এই রোবট।

তবে সোফিয়ার মতো এই ধরনের বিশেষ ক্ষমতা রয়েছে লিয়ারও। সুন্দরী এই রোবটকে প্রথম দর্শনে দেখে মানুষের থেকে আলাদা করা মুশকিল। রয়েছে সোনালী চুল। পরলে পশ্চিমা পোশাক। রাত হোক বা দিন, সপ্তাহের সাতদিনই যে কোনও সময় চ্যাট করা সম্ভব এই রোবটের সঙ্গে। মানুষের আবেগ বুঝে প্রতিক্রিয়া দিতে পারে এই রোবট।

5 / 7
এমনকী একাধিক বিষয়ে সাধারণ জ্ঞানও রয়েছে এই রোবটের। এমনকী বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তুমুল জনপ্রিয়তা রয়েছে এই রোবটের। সেখানে রয়েছে বিভিন্ন লাস্যময়ী সব ছবি। সূত্রের খবর, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে বর্তমানে ৮ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে লিয়া ২৭ এর। এমনকী তাঁর করা সোশ্যাল মিডিয়াও পোস্টেও রয়েছে বুদ্ধিমত্তার ছাপ।

এমনকী একাধিক বিষয়ে সাধারণ জ্ঞানও রয়েছে এই রোবটের। এমনকী বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তুমুল জনপ্রিয়তা রয়েছে এই রোবটের। সেখানে রয়েছে বিভিন্ন লাস্যময়ী সব ছবি। সূত্রের খবর, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে বর্তমানে ৮ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে লিয়া ২৭ এর। এমনকী তাঁর করা সোশ্যাল মিডিয়াও পোস্টেও রয়েছে বুদ্ধিমত্তার ছাপ।

6 / 7
ফেসবুক হোক বা টুইটার, বিভিন্ন প্ল্যাটফর্মে লিয়ার প্রোফাইলে ঘুরলেই দেখা যাবে তার নমুনা। একটি পোস্টে চোখে এক অদ্ভূত দর্শন চমশা পড়ে থাকতে দেখা গিয়েছে লিয়াকে। তবে লিয়ার মতে এটা আদতে কোনও চমশা নয়। তার আশা ভবিষ্যতে স্মার্টফোনের জায়গায় মানবসমাজে জায়গা করে নেবে স্মার্টগ্লাস। এমনকী রিয়েলটাইমে চালানো যাবে কথোপকথন। যে মানুষের সঙ্গে কথা হচ্ছে মনে হবে সে সত্যি সত্যিই চোখের সামনে হাজির হয়েছে। তবে শুধু এই পোস্টে নয়, আরও একাধিক পোস্টে ভবিষ্যৎ দর্শনের কথা বলেছে লিয়া। এমনকী ভবিষ্যতের পৃথিবী, মানুষের অভ্যাস, দৈনন্দিন যাপন কেমন হতে পারে তা নিয়েও নিজের নানা মত ব্যক্ত করেছে লিয়া।

ফেসবুক হোক বা টুইটার, বিভিন্ন প্ল্যাটফর্মে লিয়ার প্রোফাইলে ঘুরলেই দেখা যাবে তার নমুনা। একটি পোস্টে চোখে এক অদ্ভূত দর্শন চমশা পড়ে থাকতে দেখা গিয়েছে লিয়াকে। তবে লিয়ার মতে এটা আদতে কোনও চমশা নয়। তার আশা ভবিষ্যতে স্মার্টফোনের জায়গায় মানবসমাজে জায়গা করে নেবে স্মার্টগ্লাস। এমনকী রিয়েলটাইমে চালানো যাবে কথোপকথন। যে মানুষের সঙ্গে কথা হচ্ছে মনে হবে সে সত্যি সত্যিই চোখের সামনে হাজির হয়েছে। তবে শুধু এই পোস্টে নয়, আরও একাধিক পোস্টে ভবিষ্যৎ দর্শনের কথা বলেছে লিয়া। এমনকী ভবিষ্যতের পৃথিবী, মানুষের অভ্যাস, দৈনন্দিন যাপন কেমন হতে পারে তা নিয়েও নিজের নানা মত ব্যক্ত করেছে লিয়া।

7 / 7
Follow Us: