হাইকোর্ট ঘিরে বিক্ষোভ শতাধিক আন্দোলনকারীর, চাপের মুখে ইস্তফা প্রধান বিচারপতির

Bangladesh Protest: নতুন অন্তর্বর্তী সরকারের পরামর্শ ছাড়াই আজ, শনিবার বাংলাদেশের প্রধান বিচারপতি ফুল কোর্ট মিটিং ডেকেছিলেন। এই খবর পেতেই বিক্ষোভ দেখাতে শুরু করে আন্দোলনকারীরা। এদের মধ্যে অধিকাংশই পড়ুয়া বলে জানা গিয়েছে। 

হাইকোর্ট ঘিরে বিক্ষোভ শতাধিক আন্দোলনকারীর, চাপের মুখে ইস্তফা প্রধান বিচারপতির
হাইকোর্ট চত্বরে বিক্ষোভ পড়ুয়াদের।Image Credit source: X
Follow Us:
| Updated on: Aug 10, 2024 | 5:25 PM

ঢাকা: ফের উত্তাল বাংলাদেশ। আবার নতুন করে শুরু প্রতিবাদ। এবার বাংলাদেশের হাইকোর্ট ঘিরে ধরল বিক্ষোভকারীরা। প্রধান বিচারপতি সহ ৭ জন বিচারপতির ইস্তফার দাবিতে কয়েকশো বিক্ষোভকারী হাইকোর্ট চত্বর ঘিরে ধরে। এক ঘণ্টার মধ্যে প্রধান বিচারপতিকে ইস্তফা দিতে বলা হয়েছে, নাহলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। জল্পনা শোনা যাচ্ছে, বিক্ষোভের মুখে পড়ে ইতিমধ্যেই আদালত চত্বর ছেড়ে পালিয়েছেন প্রধান বিচারপতি। আজ হাইকোর্টের শুনানিও স্থগিত করে দেওয়া হয়েছে।  শেষ খবর অনুযায়ী, প্রধান বিচারপতি ইস্তফা দিয়েছেন।

জানা গিয়েছে, নতুন অন্তর্বর্তী সরকারের পরামর্শ ছাড়াই আজ, শনিবার বাংলাদেশের প্রধান বিচারপতি ফুল কোর্ট মিটিং ডেকেছিলেন। এই খবর পেতেই বিক্ষোভ দেখাতে শুরু করে আন্দোলনকারীরা। এদের মধ্যে অধিকাংশই পড়ুয়া বলে জানা গিয়েছে।

আন্দোলনকারীদের দাবি, প্রাক্তন প্রধানপতি শেখ হাসিনার নিয়োগ করা প্রধান বিচারপতিকে ইস্তফা দিতে হবে। এক ঘণ্টার মধ্যেই প্রধান বিচারপতি সহ ৭ বিচারপতিকে ইস্তফা দিতে হবে। এই দাবিতে ঢাকায় হাইকোর্ট চত্বরে কমপক্ষে কয়েকশো আন্দোলনকারী অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে। তারা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ দেখাচ্ছে। অনেকের হাতে জাতীয় পতাকাও রয়েছে।

আন্দোলনের সমন্বায়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ দেখাবে। তবে অন্য কোনও আদালতে বিক্ষোভ দেখানো হবে না। বিপুল পরিমাণ সেনাও মোতায়েন রয়েছে হাইকোর্ট চত্বরে।