করোনা টিকা পেতে চিনের সঙ্গে হাত মেলাচ্ছে বাংলাদেশ

ভারতের সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার কাছ থেকেই টিকা আমদানির কথা থাকলেও বর্তমানে টিকা সঙ্কটের কারণে রফতানিতে দেরী হওয়ার আশঙ্কা করছে বাংলাদেশ। সেই কারণেই বিকল্প হিসাবে বেছে নেওয়া হয়েছে চিনের প্রস্তাবকে।

করোনা টিকা পেতে চিনের সঙ্গে হাত মেলাচ্ছে বাংলাদেশ
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Apr 22, 2021 | 7:17 PM

ঢাকা: ভারতের তরফে তিন কোটি করোনা টিকা উপহার পেলেও তা দিয়ে গোটা দেশের মানুষের টিকাকরণ সম্ভব নয়। তাই এ বার চিনের উদ্যোগে তৈরি নতুন একটি মঞ্চে নাম লেখাতে রাজি হল বাংলাদেশ। এ দিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মেনন এ কথা জানান।

সূত্র অনুযায়ী, “এমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফেসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া” নামক একটি প্ল্যাটফর্ম তৈরি করছে চিন। বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত হবে। এই সংঘটন থেকে প্রয়োজন অনুযায়ী টিকা নিতে পারবে দেশগুলি। এছাড়াও টিকা সংরক্ষণ করার কাজও করবে এই যুগ্ম সংগঠন। যদিও এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

চিনের সঙ্গে হাত মেলানোর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি কোনও জোট নয়। দক্ষিণ এশিয়ার দেশগুলির প্রয়োজন মতো তারা এই সংগঠন থেকে টিকা সংগ্রহ করতে পারবে। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই চিন ভ্যাকসিন পাঠাবে।” সূত্র অনুযায়ী, সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়ে গেলেই চিন উপহার হিসাবে বাংলাদেশকে ছয় লাখ করোনা টিকা দিতে পারে।

ভারতের সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার কাছ থেকেই টিকা আমদানির কথা থাকলেও বর্তমানে ভারতে যে টিকা সঙ্কট দেখা দিয়েছে, তাতে রফতানিতে দেরীর আশঙ্কা করছে বাংলাদেশ। সেই কারণেই বিকল্প হিসাবে চিনকে বেছে নিয়েছে।

পাশাপাশি রাশিয়ার সহযোগিতায় দেশেই টিকা তৈরির প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। গোপন একটি প্রযুক্তি, যা অন্য কোনও দেশকে জানানো যাবে না, এই চুক্তিতেই বাংলাদেশকে টিকা প্রস্তুতি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।

আরও পড়ুন: ৫৩ জনকে নিয়ে মাঝ সমুদ্রে নিখোঁজ নৌসেনার ডুবোজাহাজ!