করোনার কোপে বাংলাদেশে বন্ধ ৩ পার্বত্য পর্যটনকেন্দ্র

এ পর্যন্ত বাংলাদেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬ লক্ষ ১১ হাজার ২৯৫ জন।

করোনার কোপে বাংলাদেশে বন্ধ ৩ পার্বত্য পর্যটনকেন্দ্র
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Mar 31, 2021 | 11:16 PM

ঢাকা: করোনার দীর্ঘ লকডাউন কাটিয়ে সবে ছন্দে ফিরেছে গোটা বিশ্ব। আসতে আসতে খুলেছে সব পর্যটনকেন্দ্রগুলি। কিন্তু ফের বিশ্বে হানা দিয়েছে করোনা। একাধিক দেশে মারণ থাবা বসিয়েছে কোভিড। বাংলাদেশেও (Bangladesh) তার ব্যতিক্রম হয়নি। করোনা সংক্রমণ হু হু করে ছড়াচ্ছে বাংলাদেশের বিভিন্ন উপজেলায়। তাই রাঙামাটি, খাগড়াছাড়ি, বান্দারবান- এই তিন পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র ২ সপ্তাহের জন্য বন্ধ করার ঘোষণা নিয়েছে স্থানীয় জেলা প্রশাসন।

বৃহস্পতিবার থেকেই আগামী ২ সপ্তাহের জন্য জন্য এই তিন পার্বত্য জেলার পর্যটনকেন্দ্রগুলি বন্ধ থাকবে। পর্যটকেন্দ্রগুলি বন্ধ থাকার পাশাপাশি রাঙামাটিতে রাত ৮টার পর থেকে সব মার্কেট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এর আগে বাড়তি করোনা সংক্রমণ রুখতে সে দেশের শিক্ষামন্ত্রী সব কওমি মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশিকা দেওয়া হয়েছে। যার মধ্যে একটি নির্দেশিকায় সব শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রাক প্রাইমারি থেকে প্রাথমিক মাদ্রাসা, মাধ্য়মিক, উচ্চমাধ্যমিক, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত বাংলাদেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬ লক্ষ ১১ হাজার ২৯৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসিনার দেশে করোনা কবলে পড়েছেন ৫ হাজার ৩৫৮ জন। করোনার কবলে এ পর্যন্ত বাংলাদেশে মোট প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৪৬ জন। সারা বিশ্বে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৯১ লক্ষ ৭৩ হাজার ৪৮২ জন। প্রাণ হারিয়েছেন ২৮ লক্ষ ২১ হাজার ২৩৫ জন।

আরও পড়ুন: স্কুল পড়ুয়াদের ওপর দারুণ কার্যকরী ফাইজ়ার ভ্যাকসিন, দাবি উঠছে টিকাকরণের