Toll Tax: স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল দিলে মিলবে ১০ শতাংশ ছাড়, শীঘ্রই গোটা দেশে চালু হচ্ছে এই প্রক্রিয়া

স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল দেওয়া চালু হওয়ার সবচেয়ে বড় সুবিধা হল, টোল প্লাজার যানজট অনেকটাই কমবে। এর ফলে মহাসড়কের গতি বাড়বে, গাড়িচালকদের জ্বালানি সাশ্রয় যেমন কমবে।

Toll Tax: স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল দিলে মিলবে ১০ শতাংশ ছাড়, শীঘ্রই গোটা দেশে চালু হচ্ছে এই প্রক্রিয়া
বাংলাদেশের টোল প্লাজা।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2023 | 11:15 PM

ঢাকা: স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল (Toll Tax) দেওয়ার ব্যবস্থা থাকলে টোল প্লাজায় (Toll Plaza) যানজট অনেকটাই কমবে। তাই ইতিমধ্যে বেশ কিছু সড়কে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। এবার গোটা দেশে এই ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশের (Bangladesh) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এই পদ্ধতি সকলের কাছে আগ্রহী করে তুলতে আগেই বিশেষ অফার ঘোষণা করেছিল শেখ হাসিনার সরকার (Sheikh Hasina Govt)। ফলে এবার সারা দেশে এই পদ্ধতিতে চালু হলে দেশের সকল মানুষই টোল ট্যাক্সে ১০ শতাংশ ছাড় পাবেন।

স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল দেওয়ার পদ্ধতিকে বলা হয়, ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা। ইতিমধ্যে এই পদ্ধতির অধীনে ১০টি সড়ক ও সেতুতে সুবিধাটি চালু করা হয়েছে। টোল প্লাজা অতিক্রমে এই ফাস্ট ট্র্যাক বা দ্রুতগতির লেন (ইটিসি) ব্যবহার করলে নির্ধারিত টোল থেকে ১০ শতাংশ টাকা ছাড় দেওয়া হয়। এবার সারা দেশে ইটিসি পদ্ধতি চালু হলে দেশের সকল মানুষই টোল ট্যাক্সে ১০ শতাংশ ছাড় পাবেন।

জানা গিয়েছে, আজ, মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের টোল ও এক্সেল শাখার তরফে গোটা দেশে ইটিসি ব্যবহারের বিষয়টি জানা গিয়েছে। এই সম্পর্কিত একটি নথিও প্রকাশ্যে এসেছে এবং সেটিতে উপসচিব ফাহমিদা হক খানের স্বাক্ষর রয়েছে। ওই নথি অনুযায়ী, স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল দিলে ১০ শতাংশ ট্যাক্স ছাড়ের বিষয়টি গত বছরের ১ জুন থেকে কার্যকর করতে বিজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তরফে জানানো হয়েছে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল দেওয়া চালু হওয়ার সবচেয়ে বড় সুবিধা হল, টোল প্লাজার যানজট অনেকটাই কমবে। এর ফলে মহাসড়কের গতি বাড়বে, গাড়িচালকদের জ্বালানি সাশ্রয় যেমন কমবে, তেমনই টোল সংগ্রহের ক্ষেত্রে সময় সাশ্রয় হবে এবং যানবাহনের ধোঁয়া নির্গমনও কিছুটা কমিয়ে পরিবেশের অবক্ষয় কমানো যাবে। এছাড়া রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।