AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Reserve: বাংলাদেশে বাড়ছে মজুত সোনার পরিমাণ, বিশ্বের তালিকায় প্রতিবেশী দেশের স্থান কোথায়?

সোনা মজুতের তালিকায় ভারতের স্থান রয়েছে নবমে। মোট ৭৯০ টন সোনা মজুত রয়েছে ভারতে।

Gold Reserve: বাংলাদেশে বাড়ছে মজুত সোনার পরিমাণ, বিশ্বের তালিকায় প্রতিবেশী দেশের স্থান কোথায়?
সোনা মজুতের নিরিখে বিশ্বের দেশগুলির স্থানের তালিকা প্রকাশ।
| Edited By: | Updated on: Apr 23, 2023 | 6:56 PM
Share

ঢাকা: মহার্ঘ সোনা মজুতের (Gold Reserve) তালিকায় কিছুটা উপরে উঠে এল বাংলাদেশ (Bangladesh)। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাঙ্কে রিজার্ভ হিসেবে ১৪ টন সোনা মজুত রয়েছে। ফলে সোনা মজুতের নিরিখে বিশ্বে ৬৬তম অবস্থানে করছে বাংলাদেশ। চলতি মাসে প্রকাশিত ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (World Gold Council) রিপোর্টে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, ২০২১-২২ অর্থবর্ষের নিরিখে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সোনা মজতদ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি পরিমাণ সোনা মজুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীর ব্যাঙ্কে। মোট ৮১৩৩.৫০ টন সোনা মজুত রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপের দেশ জার্মানি। এই দেশে মজুত প্রায় ৩ হাজার ৩৫৫ টন সোনা। জার্মানির পর তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ, ইতালি। এই দেশে রয়েছে প্রায় ২ হাজার ৪৫২ টন সোনা। এর পরের তিনটি দেশ যথাক্রমে রাশিয়া, চিন ও সুইজারল্যান্ড। তালিকায় ভারতের স্থান রয়েছে নবমে। মোট ৭৯০ টন সোনা মজুত রয়েছে ভারতে। আর প্রতিবেশী বাংলাদেশের রয়েছে ৬৬ তম স্থানে। এই দেশে মোট ১৪ টন সোনা মজুত রয়েছে।

অন্যদিকে, সোনা মজুতের তালিকায় প্রায় দেউলিয়া হতে বসা পাকিস্তান রয়েছে ৪৬ তম স্থানে। এই দেশে বাংলাদেশের চেয়ে সোনা মজুতের পরিমাণ বেশি হলেও বৈদেশিক মুদ্রার প্রায় ৪৪ শতাংশই সোনা। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে, বাংলাদেশে যে ১৪ টন সোনা মজুত রয়েছে, তা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ২.৬০ শতাংশ।

২০২১-২২ অর্থবর্ষের নিরিখে বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাঙ্কে মজুত সোনার মধ্যে ব্যাঙ্ক অব ইংল্যান্ডের ভল্টে রয়েছে ৫ হাজার ৮৭৬ কেজি, যা মোট সোনার ৪২ শতাংশ। এছাড়া ৪১ শতাংশ রয়েছে লন্ডনের স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এইচএসবিসি ব্যাঙ্কে। বাকি ২ হাজার ৩৬২ কেজি সোনা রয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কের ভল্টে।

এদিকে, সোনার দাম ক্রমাগত বেড়ে চলেছে। ফলে বাংলাদেশ ব্যাঙ্কে থাকা মজুত সোনার দামও বাড়ছে। বাংলাদেশ ব্যাঙ্কের আর্থিক প্রতিবেদনে গত ৩০ জুন রিজার্ভের সোনার মূল্য দেখানো হয়েছে ৭ হাজার ৬৬০ কোটি টাকা। দাম বাড়তে থাকায় মজুত থাকা সোনার মূল্যও বেড়েছে।