AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রায় দু’মাস পর সবথেকে বেশি মৃত্যু বাংলাদেশে

Bangladesh covid update: ডেলটা ভ্যারিয়েন্টের কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

প্রায় দু'মাস পর সবথেকে বেশি মৃত্যু বাংলাদেশে
ফাইল চিত্র
| Updated on: Jun 25, 2021 | 9:23 PM
Share

ঢাকা: ফের বাড়ছে সংক্রমণ। আবারও নতুন আতঙ্কের উদ্রেক হচ্ছে বাংলাদেশে (Bangladesh)। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। গত ৯ সপ্তাহের মধ্যে এই সংখ্যাটা সবচেয়ে বেশি। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে আরও ৫ হাজার ৮৬৯ জনের মধ্যে।

গত ১৯ এপ্রিল এক দিনে ১১২ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য দফতর। সেটাই দেশে এক দিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা ছিল। এখনও পর্যন্ত বাংলাদেশে মোট ১৩ হাজার ৯৭৬ জনের মৃত্যু হল করোনাভাইরাসে। আর মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৭৮ হাজার ৮০৪ জনে। গের ঠিক আগের দিন দেশে ৬ হাজার ৫৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সেই হিসাবে এক দিনে নতুন আক্রান্তের সংখ্যা কমেছে। তবে মৃত্যুর সংখ্যা ৮১ জন থেকে এক লাফে ১০০ পেরিয়েছে।

নতুন রোগীদের মধ্যে ১৫৩৯ জনই ঢাকার বাসিন্দা। খুলনায় সবচেয়ে বেশি ২৭ জনের মৃত্যু হয়েছে গত এক দিনে। সরকারি হিসেবে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৭৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লক্ষ ৯৭ হাজার ৫৫৯ জন।

আরও পড়ুন: খুব কম খরচেই দর্শন করতে পারবেন সাত জ্যোতির্লিঙ্গ, বিশেষ ট্রেন আইআরসিটিসির

করোনার নতুন ভ্যারিয়েন্ট ডেল্টার কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। জুনের শুরু থেকে দেশের বিভিন্ন এলাকায় সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করে। ঢাকা সহ সব জেলায় গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ১৫৩৯ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এ ছাড়া খুলনা জেলায় ৩৩২ জন, যশোরে ৩৭০ জন, রাজশাহী জেলায় ২৯৯ জন, চট্টগ্রাম জেলায় ২৭৪ জন, ঝিনাইদহে ১৭৯ জন, নওগাঁয় ১২৫ জন, বগুড়ায় ১২৫ জন, নোয়াখালীতে ১১৬ জন, চুয়াডাঙ্গায় ১১৬ জন, কুষ্টিয়ায় ১১১ জন, কুমিল্লায় ১০৫ জন এবং ঠাকুরগাঁওয়ে ১০১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে গত এক দিনে।