২ হাজার ছুঁই ছুঁই দৈনিক সংক্রমণ, বাংলাদেশে করোনা কাড়ল ১১ হাজারের বেশি প্রাণ

বাংলাদেশে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল গত বছরের মার্চ মাসে।

২ হাজার ছুঁই ছুঁই দৈনিক সংক্রমণ, বাংলাদেশে করোনা কাড়ল ১১ হাজারের বেশি প্রাণ
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 04, 2021 | 5:38 PM

ঢাকা: লকডাউন করেও সংক্রমণের গতি স্লথ হচ্ছে না বাংলাদেশে (Bangladesh)। গত ২৪ ঘণ্টায় সে দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯১৪ জন। যার ফলে বাংলাদেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৬৫ হাজার ৫৯৬। সে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬১ জন। যার ফলে মোট ১১ হাজার ৭০৫ প্রাণ কাড়ল করোনা। তবে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৮৭০ জন। যার সুবাদে হাসিনার দেশে এখন করোনাজয়ীর সংখ্যা ৬ লক্ষ ৯৫ হাজার ৩২।

বাংলাদেশে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল গত বছরের মার্চ মাসে। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর গত ৭ এপ্রিল সেখানে রেকর্ড ৭ হাজার ৬২৬ রোগী চিহ্নিত হয়। বিশ্বে ইতিমধ্যেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ কোটি ৩৫ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩২ লক্ষেরও বেশি মানুষের। বিশ্বের করোনা তালিকায় আক্রান্তের নিরিখে বাংলাদেশের স্থান ৩৩তম। মৃত্যুর নিরিখে বাংলাদেশ ৩৭ নম্বরে।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৪২০টি ল্যাবে ২১ হাজার ৯১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। অর্থাৎ পজিটিভিটি রেট ৮.৭ শতাংশ। ভারতে করোনা পরিস্থিতি আরও শোচনীয়। গত ২৪ ঘণ্টাতেই ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। স্রেফ ২৪ ঘণ্টায় করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন। যার ফলে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৪৯১ বেড়ে এখন ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩। এ পর্যন্ত দেশে করোনা জয় করেছেন ১ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ২৯২ জন।’

আরও পড়ুন: কেমন দেখতে করোনার ব্রিটেন স্ট্রেন? প্রথম ছবি প্রকাশ্যে আনল ইউবিসি