Bangladesh PM: বিমানে ‘সাধারণ যাত্রী’ প্রধানমন্ত্রী হাসিনা, সহযাত্রীদের সঙ্গে তুললেন সেলফি
Sheikh Hasina: জেনেভা থেকে ফেরার পথে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ওঠেন প্রধানমন্ত্রী হাসিনা। তারপর প্রধানমন্ত্রী হাসিনা স্বয়ং প্রত্যেক যাত্রীর কাছে গিয়ে তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ঢাকা: ভিন্ন রূপে! প্রধানমন্ত্রী হয়েও বিশেষ বিমান নয়, বাংলাদেশ এয়ারলাইন্সের (Bangladesh Airlines) একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে উঠেছিলেন। সেই বিমানেও প্রধানমন্ত্রীর জন্য বিশেষ কোনও ব্যবস্থা নয়। আর পাঁচজনের মতোই অন্যান্য যাত্রীদের সঙ্গে বিমানের সাধারণ আসনে বসেন তিনি। শুধু তাই নয়, প্রত্যেক যাত্রীর সিটের কাছে গিয়ে তাঁদের কুশল বিনিময়ও করেন শেখ হাসিনা। আবার অনেকের আব্দার মেনে তাঁদের সঙ্গে ছবিও তোলেন। শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর (PM Sheikh Hasina) এই ভূমিকায় স্বাভাবিকভাবেই আপ্লুত সুইজারল্যান্ড-বাংলাদেশগামী বিমানের যাত্রীরা।
মূলত, ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগ দিতেই সুইজারল্যান্ডের জেনেভায় গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৪ ও ১৫ জুন, দু-দিন ব্যাপী আয়োজিত এই সামিটে অংশগ্রহণ করার পর শনিবার দেশে ফেরেন হাসিনা। তিনি বিশেষ কোনও বিমান নেননি। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ওঠেন প্রধানমন্ত্রী হাসিনা। সেই বিমানে অধিকাংশই বাংলাদেশের যাত্রী ছিলেন। প্রধানমন্ত্রীকে তাঁদের সঙ্গে দেখে বিস্মিত হয়ে যান তাঁরা। তারপর প্রধানমন্ত্রী হাসিনা স্বয়ং প্রত্যেক যাত্রীর কাছে গিয়ে তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। ছোট বাচ্চাদের কোলে তুলে নিয়ে তাদের সঙ্গে গল্পও করেন। আবার অনেকের আব্দার মেনে তাঁদের সঙ্গে সেলফিও তোলেন বঙ্গবন্ধু-তনয়া।
প্রধানমন্ত্রী হাসিনার এহেন আচরণ দেখে স্বাভাবিকভাবেই আপ্লুত ওই বিমানের যাত্রীরা। তাঁদের অনেকেই গত ১৪ বছরে বাংলাদেশে উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
উল্লেখ্য, বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি ভারতীয় সময়, শুক্রবার দুপুর ৩টে ৫০ মিনিটে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ে এবং রাত ১টা ৫৫ মিনিটে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর জেনেভা সফরের সঙ্গীরাও ওই বিমানে ছিলেন।