Robbery Incident: ৮০ কিমি ধাওয়া করে ডাকাত দলকে পাকড়াও পুলিশের

বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানিকগঞ্জের আরিচা হাটে মঙ্গলবার গরু বিক্রি হয়। গরু বিক্রির টাকা নিয়ে ট্রলারে করে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। দৌলতদিয়ার ৬ নম্বর ফেরি ঘাটে পৌঁছনোর পর ২০ জনের একটি ডাকাত দল হামলা চালায় ব্যবসায়ীদের উপর। তাঁদের কাছ থেকে ডাকাত দল প্রায় ৩৪ লক্ষ টাকা লুঠ করে নেওয়া হয় বলে অভিযোগ।

Robbery Incident: ৮০ কিমি ধাওয়া করে ডাকাত দলকে পাকড়াও পুলিশের
ডাকাতদের থেকে উদ্ধার হওয়া জিনিস
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2023 | 7:34 PM

ঢাকা: ঘটনা শুনে মনে হতে পারে সিনেমার দৃশ্য। কারণ সিনেমাতেই এ ধরনের দৃশ্যের প্রায়শই দেখা মেলে। ডাকাতি করে পালাচ্ছে ডাকাত দল। খবর পেয়ে ডাকাত দের পিছু নিচ্ছে পুলিশ। তার পর ডাকাত দলকে পরাস্ত করে ডাকাতদের ধরল পুলিশ। উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা সহ বিভিন্ন জিনিসপত্র। এ কোনও সিনেমার দৃশ্যের বর্ণনা নয়। সম্প্রতি এ ভাবেই অসাধারণ ক্ষিপ্রতায় ডাকাত দলকে ধরল বাংলাদেশের পুলিশ। প্রায় ৮০ কিলোমিটার ধাওয়া করে ডাকাতের একটি দলকে ধরেছে পুলিশ। তাদের থেকে ৩৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মানিকগঞ্জে। ঘটনায় ৭ জন গ্রেফতার হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানিকগঞ্জের আরিচা হাটে মঙ্গলবার গরু বিক্রি হয়। গরু বিক্রির টাকা নিয়ে ট্রলারে করে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। দৌলতদিয়ার ৬ নম্বর ফেরি ঘাটে পৌঁছনোর পর ২০ জনের একটি ডাকাত দল হামলা চালায় ব্যবসায়ীদের উপর। তাঁদের কাছ থেকে ডাকাত দল প্রায় ৩৪ লক্ষ টাকা লুঠ করে নেওয়া হয় বলে অভিযোগ। ওই ডাকাত দল টাকা লুঠ করে স্পিডবোটে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে বাংলাদেশ নৌ পুলিশ তাড়া করে ডাকাত দলকে। প্রায় ৮০ কিলোমিটার ধাওয়া করে ডাকাতদলের ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তাদের থেকে ৩ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল বলে জানা গিয়েছে।

ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলনে নৌ পুলিশের প্রধান জানিয়েছেন, তিনটি ডাকাত দল একত্র হয়েছিল। ধৃত সাত জনের জন্য ২ জন দুপটি ডাকাত দলের নেতৃত্বে ছিলেন। অপর ডাকাত দলের নেতা পালিয়ে গিয়েছেন। ধৃত দুই ডাতাক দলের নেতার নামে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।