মারণ থাবা করোনার, বাংলাদেশে আরও ১ সপ্তাহ বাড়ছে ‘লকডাউন’

সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ এপ্রিল ৭ দিনের বিধিনিষেধ কায়েম করেছিল বাংলাদেশ সরকার

মারণ থাবা করোনার, বাংলাদেশে আরও ১ সপ্তাহ বাড়ছে 'লকডাউন'
ছবি- পিটিআই
Follow Us:
| Updated on: Apr 26, 2021 | 7:32 PM

ঢাকা: বেলাগাম করোনা সংক্রমণ। রোজই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিল হাসিনা (Sheikh Hasina) প্রশাসন। পূর্ব ঘোষণা অনুযায়ী, ২৮ এপ্রিল জারি থাকার কথা ছিল বিধিনিষেধ। কিন্তু তা বাড়িয়ে ৫ মে পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

সে দেশের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এক সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন। সেই সংক্রান্ত নির্দেশিকা মঙ্গলবার জারি হবে বলেও জানান তিনি। সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ এপ্রিল ৭ দিনের বিধিনিষেধ কায়েম করেছিল বাংলাদেশ সরকার। পরে তা আরও দু’দিন বাড়ে। তারপর কঠোর পদক্ষেপ করে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করেছিল হাসিনা সরকার। তবে রবিবার তা কিছুটা লঘু করে দোকান ও শপিং মল খোলার পরামর্শ দিয়েছে সে দেশের সরকার। যদিও অন্যান্য বিধিনিষেধ কায়েম থাকছে।

সংক্রমণের এই বিপর্যস্ত অবস্থায় সোমবার থেকেই স্থলপথে ভারতের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছে বাংলাদেশ। যদিও পণ্যবাহী গাড়ি চলাচল হচ্ছে। পরবর্তী ১৪ দিন স্থলপথে ভারতের সঙ্গে চলাচলের রাস্তা বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী একে আবদুল মোমেন। পাশাপাশি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে অক্সিজেন রফতানিও বন্ধ করেছে ভারত। সূত্র মারফত জানা গিয়েছে, ভারতে অক্সিজেনের সঙ্কটের কারণেই বন্ধ রফতানি।

আরও পড়ুন: ভারতের পরিস্থিতি হৃদয় ভেঙেছে পিচাইয়ের, ১৩৫ কোটি সাহায্যের ঘোষণা গুগলের