AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলাদেশে মেয়াদ বাড়তে পারে ‘সর্বাত্মক লকডাউন’-এর

দ্বিতীয় দিন একটু সাড়া-শব্দ মিললেও 'সর্বাত্মক লকডাউন' কায়েম করতে সব চেষ্টা চালাচ্ছে হাসিনা প্রশাসন।

বাংলাদেশে মেয়াদ বাড়তে পারে 'সর্বাত্মক লকডাউন'-এর
ছবি- পিটিআই
| Updated on: Apr 17, 2021 | 9:02 PM
Share

ঢাকা: বাংলাদেশে (Bangladesh) চলছে ৭ দিনের ‘সর্বাত্মক লকডাউন।’ যা তৃতীয় দিনে পড়ল। ‘সর্বাত্মক লকডাউনে’ সরকারি, বেসরকারি, আধা সরকারি, সব অফিস বন্ধ। লকডাউনের প্রথম দিন ঢাক ছিল একেবারে নিস্তব্ধ। দ্বিতীয় দিন একটু সাড়া-শব্দ মিললেও ‘সর্বাত্মক লকডাউন’ কায়েম করতে সব চেষ্টা চালাচ্ছে হাসিনা প্রশাসন। এমতাবস্থায় লকডাউন বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নিতে পারে শেখ হাসিনার সরকার। এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত।

‘সর্বাত্মক লকডাউন’ কায়েম করার সময়ই হাসিনা প্রশাসন জানিয়েছিল, লকডাউনের মেয়াদ বাড়তে পারে। তাই লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী সোমবার বৈঠকে বসছে হাসিনার মন্ত্রিপরিষদ। সে দিনই লকডাউনের ভবিষ্যৎ নির্ধারিত হবে। মন্ত্রি পরিষদের এক ঊর্ধ্বতন কর্তা সে দেশের এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যেহেতু সংক্রমণের দ্রুততা অত্যন্ত বেশি তাই লকডাউন আরও এক সপ্তাহ বাড়তে পারে।

বর্তমান পরিস্থিতিতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ‘মুভমেন্ট পাস’ যাচাই করছে পুলিশ। রাস্তায় চলছে সিএনজি চালিত অটোও। যাঁদের কাছে ‘মুভমেন্ট পাস’ নেই তাঁদের আটকাচ্ছে পুলিশ। যুক্তিযুক্ত কারণ দেখাতে না পারলে জরিমানার মুখে পড়তে হচ্ছে। পুলিশকে ফাঁকি দিয়ে রিকশা নিয়ে অনেকেই বেরচ্ছেন। অনেকের রিকশা আার পুলিশ বাজেয়াপ্ত করে নিচ্ছে। তবে ফুটপাথচারীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে না।

যাঁরা প্রয়োজনীয় কারণে বাইক নিয়ে বেরচ্ছেন, তাঁদের চেকপোস্টের সামনে ‘মুভমেন্ট পাস’ দেখাতে হচ্ছে। যার ফলে রাস্তায় লম্বা লাইন তৈরি হচ্ছে। গতকাল সরকারি ছুটি হল, তার সঙ্গে লকডাউনের প্রথম দিন, তাই সারা শহর নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তৃতীয় দিনে সেরকম ছবি না দেখা গেলেও লকডাউনের ছাপ স্পষ্ট। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দোকানপাট খোলেনি। তবে রাস্তায় মানুষ বেরচ্ছেন।

আরও পড়ুন: তরুণদের হাতে ব্যাটন দিয়ে ৬ দশকের কাস্ত্রো পর্বের অবসান কিউবায়